Advertisement
২৩ এপ্রিল ২০২৪

হেরেই চলেছে চেন্নাইয়িন

গত বছরের চ্যাম্পিয়ন। কিন্তু চলতি বছরের ইন্ডিয়ান সুপার লিগে ছয় ম্যাচের একটাতেও জয় পেল না চেন্নাইয়িন এফসি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ০৩:৩৬
Share: Save:

গত বছরের চ্যাম্পিয়ন। কিন্তু চলতি বছরের ইন্ডিয়ান সুপার লিগে ছয় ম্যাচের একটাতেও জয় পেল না চেন্নাইয়িন এফসি। শনিবার ঘরের মাঠে জন গ্রেগরির দল চেন্নাইয়িন রণবীর কপূরের দল মুম্বই সিটি এফসি-র কাছে হারল ০-১। গোল করলেন মোদোউ সগোউ। প্রতিযোগিতায় এটি তাঁর তৃতীয় গোল।

প্রথমার্ধের কুড়ি মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু দ্বিতীয়ার্ধে চেন্নাইয়িন একের পর এক আক্রমণ মুম্বইয়ের বক্সে তুলে এনেছিল। যদিও মুম্বই সিটি এফসি-র মাঝমাঠে শেহনাজ সিংহের দাপুটে ফুটবলের সৌজন্যে কোনও গোল খেতে হয়নি তাঁদের। এ দিন জয়ের ফলে তিন পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এল মুম্বই সিটি এফসি। ছয় ম্যাচে তাদের পয়েন্ট দশ। চার ম্যাচে বেঙ্গালুরু এফসি-র পয়েন্টও সমান। গোলপার্থক্যে চার নম্বরে রয়েছেন সুনীল ছেত্রীরা।

উঠে আসার লড়াই দিল্লির: ছয় ম্যাচে তাদের পয়েন্ট তিন। এই পরিস্থিতিতে রবিবার ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে জয় পেতে মরিয়া দিল্লি ডায়নামোজ। অন্য দিকে, ছয় ম্যাচে দশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে জামশেদপুর এফসি। রবিবার জিতলে জামশেদপুর যেমন লিগ শীর্ষে চলে যাবে, তেমনই জিতলে দিল্লিও কিছুটা এগিয়ে যাবে। জামসশেদপুরের বিরুদ্ধে দলে বেশ কিছু পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন দিল্লি কোচ জোসেপ গম্বো। তিনি বলছেন, ‘‘লিগ অনেক লম্বা। বাকি ম্যাচ জিতে অনায়াসে আমরা প্রথম চারে থাকতে পারি। অন্য দলগুলোর সঙ্গে আমাদের যা পার্থক্য, তাতে পর পর দু’টো ম্যাচ জিতলেই পাল্টে যাবে লিগ টেবল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chennaiyin FC Mumbai ISL Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE