Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Indian women’s team

মোদীর পথ ধরেই মিতালিদের পাশে সচিন

বিশ্বকাপের ফাইনালে হার নিয়ে চাপে পড়ার কিছু নেই। ভারতের মেয়ে ক্রিকেটারদের এই পরামর্শই দিলেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর মতামত জানিয়েছেন।

সচিন তেন্ডুলকর। ছবি: এএফপি।

সচিন তেন্ডুলকর। ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ১৩:৩৭
Share: Save:

সচিন যে ফাইনাল ম্যাচটি পুরো বসে দেখেছিলেন সেটা তাঁর টুইট দেখলেন বোঝা যায়। মাঠে না থাকলেও টুইটেই যেন মেয়েদের চিয়ার করছিলেন তিনি। কখনও লিখেছেন, ‘ঝুলনের অসাধারণ স্পেল’। কখনও লিখেছেন, ‘দীপ্তির ডাইরেক্ট হিট’। কখনও লিখেছেন, ‘কাম অন ইন্ডিয়া, আমরা মাত্র তিনটি হিট দূরে রয়েছি’। ইংল্যান্ড থেকে ফিরেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল, তাও এক সপ্তাহ হয়ে গিয়েছে। কিন্তু সংবর্ধনা আর প্রশংসার বন্যা চলছেই। সে সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি। সেই তালিকায় রয়েছেন, মোদী থেকে সচিন সকলেই।

আরও খবর: মেয়েরা দেশের মন জিতে নিয়েছে, বললেন প্রধানমন্ত্রী

শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন। এ বার তাঁকে সমর্থন করেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রশংসা শোনা গেল স্বয়ং সচিন তেন্ডুলকরের গলায়। ফাইনালে হারের পরও টুইট করে ঝুলন, মিতালিদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এ বার মন কী বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কথাকে সমর্থন করে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমি এক মত। দুরন্ত পারফরম্যান্স করেছে মেয়ে ক্রিকেটাররা।’’

আরও খবর: ক্রীড়ামন্ত্রক থেকে রেল, শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মিতালিরা

বিশ্বকাপের ফাইনালে হার নিয়ে চাপে পড়ার কিছু নেই। ভারতের মেয়ে ক্রিকেটারদের এই পরামর্শই দিলেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর মতামত জানিয়েছেন। মন কী বাত অনুষ্ঠানে মোদী বলেছিলেন ‘‘তোমরা মাথা থেকে এটা বেড় করে দাও যে তোমরা সফল হতে পারনি। তোমরা জিতছ কী জেতনি তোমরা দেশের মন জিতে নিয়েছ।’’ তাঁকে সমর্থন করেই টুইট করেন সচিন।

সচিন যে ফাইনাল ম্যাচটি পুরো বসে দেখেছিলেন সেটা তাঁর টুইট দেখলেন বোঝা যায়। মাঠে না থাকলেও টুইটেই যেন মেয়েদের চিয়ার করছিলেন তিনি। কখনও লিখেছেন ‘ঝুলনের অসাধারণ স্পেল’। কখনও লিখেছেন ‘দীপ্তির ডাইরেক্ট হিট’। কখনও লিখেছেন ‘কাম অন ইন্ডিয়া আমরা মাত্র তিনটি হিট দূরে রয়েছি’।

বিশ্বকাপের ফাইনালে হার নিয়ে চাপে পড়ার কিছু নেই। ভারতের মেয়ে ক্রিকেটারদের এই পরামর্শই দিলেন সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর মতামত জানিয়েছেন। মন কী বাত অনুষ্ঠানে মোদী বলেছিলেন ‘‘তোমরা মাথা থেকে এটা বেড় করে দাও যে তোমরা সফল হতে পারনি। তোমরা জিতছ কী জেতনি তোমরা দেশের মন জিতে নিয়েছ।’’ তাঁকে সমর্থন করেই টুইট করেন সচিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE