Advertisement
২০ এপ্রিল ২০২৪
Narsingh Yadav

নরসিংহর ভাগ্য নির্ধারণ বৃহস্পতিবার

পর পর দু’বার ডোপ পরীক্ষায় ফেল। তার পরও আশা দেখছেন নরসিংহ যাদব? বুধবারই জানা গিয়েছে দ্বিতীয়বার যে ডোপ টেস্ট হয়েছিল সেটাতেও তাঁর ডোপ করার কথা ধরা পড়েছে। বুধবার বিকেলেই নরসিংহ যাদবের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও তা বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রাখা হল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৬ ২০:১৯
Share: Save:

পর পর দু’বার ডোপ পরীক্ষায় ফেল। তার পরও আশা দেখছেন নরসিংহ যাদব? বুধবারই জানা গিয়েছে দ্বিতীয়বার যে ডোপ টেস্ট হয়েছিল সেটাতেও তাঁর ডোপ করার কথা ধরা পড়েছে। বুধবার বিকেলেই নরসিংহ যাদবের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও তা বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত রাখা হল। আজ বিকেল চারটের সময় এই তথ্য জানানোর কথা ছিল। তাঁর আগে প্রায় তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে হিয়ারিং। নরসিংহর তরফে নাডার সামনে তাঁর সপক্ষে কেস সাজান তাঁর উকিল। হিয়ারিং শেষ হয়ে গেলেও ফল জানা যাবে বৃহস্পতিবার। যদিও ইতিমধ্যেই নরসিংহর পরিবর্ত হিসেবে প্রবীণ রাণার নাম পাঠিয়ে দিয়েছে ফেডারেশন। যা ইঙ্গিত দিচ্ছে নরসিংহর রিওর আশা প্রায় শেষ। তবুও শেষ চেষ্টা করতে চাইছে রেসলিং ফেডারেশন।

এর মধ্যেই হরিয়ানার ক্রীড়ামন্ত্রী অনিল ভিজ নরসিংহর পাশে দাঁড়িয়ে নতুন প্রশ্ন তুলে দিলেন। তাঁর মতে, সাইয়ের ভিতরে ডোপিং আটকানো সহজ নয়। রাজ্য সরকারের হাতে কিছুই নেই। তিনি বলেন, ‘‘সব সাই সেন্টারের দায়িত্বই থাকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার হাতে। আমাদের কোনও ক্ষমতা নেই। তবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হরিয়ানা পুলিশকে বলা হয়েছে পুরো ঘটনার তদন্ত করতে। এটা আইনি ঘটনা। সাইয়ের কাজে আমরা কোনও হস্তক্ষেপ করি না।’’

আরও খবর

দ্বিতীয় ডোপ টেস্টেও পাশ করতে পারলেন না নরসিংহ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narsingh Yadav Wrestling Rio Olympics 2016 Dope
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE