Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Cricket

জাদেজা ৮৬ নট আউট, ভারতের প্রথম ইনিংস শেষ ২৯২ রানে

প্রথমে বাঁ-হাতি স্পিনে নিয়েছিলেন চার উইকেট। এর পর ব্যাটে অপরাজিত থাকলেন ৮৬ রানে। রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর দিয়েই প্রথম ইনিংসে তিনশোর কাছে পৌঁছে গেল ভারত।

অর্ধশতরানের পর জাদেজা। ওভালে, রবিবার। ছবি: এএফপি।

অর্ধশতরানের পর জাদেজা। ওভালে, রবিবার। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮ ২০:০৫
Share: Save:

সিরিজের প্রথম চার টেস্টে খেলেননি। সিরিজের ফয়সালা হয়ে যাওয়ার পর কেনিংটন ওভালে নিয়মরক্ষার টেস্টে এসেছেন ভারতের প্রথম এগারোয়। আর এসেই ব্যাটে-বলে সফল রবীন্দ্র জাদেজা

প্রথমে বাঁ-হাতি স্পিনে নিয়েছিলেন চার উইকেট। এর পর ব্যাটে অপরাজিত থাকলেন ৮৬ রানে। তাঁর ইনিংসের সুবাদেই তিনশোর কাছে পৌঁছতে পারল ভারত। বিরাট কোহালির দল থামল ২৯২ রানে। ৪০ রানের লিড পেল ইংল্যান্ড।

জো রুটের দল প্রথম ইনিংসে তুলেছিল ৩৩২ রান। রবিবার পঞ্চম টেস্টের তৃতীয় দিন ছয় উইকেটে ১৭৪ নিয়ে শুরু করেছিল ভারত। অভিষেককারী হনুমা বিহারী ৫৬ রানে যখন ফেরেন, তখন ২৩৭ রান। পরের তিনজন, ইশান্ত শর্মা (৪), মহম্মদ শামি (১), জশপ্রীত বুমরা (০) রান পাননি একেবারেই।

আরও পড়ুন: টেস্ট অভিষেকেই অর্ধশতরান, নজর কাড়লেন হনুমা বিহারী​

আরও পড়ুন: ফেসবুকে বিয়ের ঘোষণা উইকেটকিপার সঞ্জু স্যামসনের​

জাদেজাই টানলেন দলকে। শেষ তিন ব্যাটসম্যানের সঙ্গে যোগ করলেন ৫৫ রান। একসময় মনে হচ্ছিল, ইংল্যান বড় লিড নেবে। হনুমা ও জাদেজার জন্যই তা হল না। ১১টি চার ও একটি ছয় মারলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। খেললেন দেড়শোর মতো বল। পূর্ণ করলেন টেস্টে কেরিয়ারের নবম অর্ধশতরান। আর পঞ্চাশে পৌঁছে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্যাট ঘুরিয়ে উত্সবেও মাতলেন।

আরও পড়ুন: ১৮০০০ রানে দ্রুততম কোহালি, টপকে গেলেন লারাকে

আরও পড়ুন: আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, জরিমানা অ্যান্ডারসনের​

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE