Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়ে রিওতে চোখ সাইনার

রিও অলিম্পিকের আগে সাইনা নেহওয়ালের মনঃসংযোগে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য তাঁর বাবা হরবীর সিংহ মেয়ের মোবাইল ফোনটি জমা রেখেছেন নিজের কাছে।

স্বপন সরকার
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ০১:১৬
Share: Save:

রিও অলিম্পিকের আগে সাইনা নেহওয়ালের মনঃসংযোগে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য তাঁর বাবা হরবীর সিংহ মেয়ের মোবাইল ফোনটি জমা রেখেছেন নিজের কাছে।

আসলে অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ জেতার পর থেকেই সাইনার ফোনটি নিজের কাছে রেখে দিয়েছেন হরবীর সিংহ। হায়দরাবাদ থেকে সাইনার বাবা বললেন ‘‘সিডনি থেকে ফেরার পর একবেলার জন্যও মেয়েকে ঘরে থাকতে দেয়নি স্পনসররা। ওর মা (উষারানি) মেয়েকে নিজের হাতে রান্না করে খাওয়াতে চেয়েছিল। কিন্তু সেটাও হয়ে ওঠেনি সময়ের অভাবে।’’

এ দিকে সাইনাকে সরাসরি না পাওয়ায় তার সবরকম কাজকর্ম দেখতে হচ্ছে মেয়ের বাবাকেই। তিনি বলেন ‘‘ডিসেম্বরের মাঝামাঝি ডান পায়ের গোড়়ালিতে চোট পেয়েছিল সাইনা। জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসটা চোটে কাহিল ছিল। তারপর কয়েকমাস বেঙ্গালুরুর বিমলের অ্যাকাডেমিতে রিহ্যাব করে ফের মাঠে ফেরে সাইনা। স্বাভাবিকভাবেই তার মনোবলে চিড়় ধরেছিল। তবে রিও অলিম্পিকের ঠিক আগে অস্ট্রেলিয়ান ওপেন থেকেই ও ওর ফিটনেস ও নিজের মনোবল ফিরে পায়।’’

তারপর ফাইনালে ওঠার আগে রতনাচক ইন্তানন ও চিনের ইহান ওয়াংকে হারিয়ে সাইনা নিজের কনফিডেন্স ফিরে পায়। আর ফাইনালে চিনেরই সুন ইউকে উড়়িয়ে দিয়ে ট্রফি জিতে নেন।

চ্যাম্পিয়ন হওয়ার পর সাইনা তাঁর কোচ বিমল কুমার ও তাঁর বাবা হরবীর সিংহের সামনে এসে কাঁপছিলেন উত্তেজনায়। ব্যাপারটি দেখে হরবীর সিংহ মেয়েকে বুকে টেনে নেন। মেয়েও ফুঁপিয়ে কেঁদে ফেলেন।

হরবীরের সঙ্গে কথা বলার মাঝেই সাইনা বাড়়িতে ফিরে আসেন। হরবীরের ফোনেই সাইনাকে ধরা হলে তিনি বলেন ‘‘আমার এই ট্রফিটা জেতার খুব প্রয়োজন ছিল। এই ট্রফি জেতা আমার নিজের মনোবল অনেকটা বাড়়িয়ে দিয়েছে বিশ্বের সেরাদের সঙ্গে লড়়ার।’’

দেশে ফিরে দুদিনের জন্য সাইনা রয়েছেন হায়দরাবাদে। তবে বাড়়িতে থাকার জন্য নয়। আইটিসিসহ মোট ১৬টি বিজ্ঞাপন সংস্থার সঙ্গে তিনি আপাতত শুটিংয়ে ব্যস্ত।

নিজের ব্যাপারে বলতে গিয়ে সাইনা আরও বলেন ‘‘আমি আরও খুশি কারণ ইন্ডিয়ান ওপেন জেতার পর আমি মাত্র দু’টি ফাইনালে খেলেছি। বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও চায়না ওপেনে। তারপরই আমি গোড়়ালির চোটে ভুগেছি। ওই চোট সারিয়ে ফিরে অস্ট্রেলিয়ান ওপেন জেতাটা তাই আমার জীবনের আর একটা বড়় টার্নিং পয়েন্ট। আরও ভাল লাগছে কারণ এটা আমার দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন।’’

নিজেকে বিরাট কোহালির মত অ্যাগ্রেসিভ হয়ে ওঠার ব্যাপারে বললেন ‘‘আসলে ফাইনালে ইউ সুনের বিরুদ্ধে আমি প্রথম থেকেই আগ্রাসন নিয়ে খেলে সফল হয়েছি। তাই আমি আমার এই আগ্রাসী মনোভাবটা ভবিষ্যতেও ধরে রাখতে চাই। কারণ ক্যারোলিনা মারিনও খুব আক্রমক খেলোয়াড়়। তাই আমি বিরাট কোহালির মতোই অ্যাগ্রেসিভ খেলা খেলতে চাই রিওতেও। এই মানসিকতা আমাকে অনেকটা এগিয়ে দিয়েছে।আত্মবিশ্বাসও ফিরে পেয়েছি অনেকবেশি।’’

বৃহস্পতিবার বা শুক্রবার সাইনা বেঙ্গালুরুতে ফিরে যাচ্ছেন। সেখানে তিনি তাঁর পুরুষ পাটর্নার উমিদ রানার সঙ্গে অনুশীলন করবেন। অস্ট্রেলিয়ান ওপেনের আগেও তিনি উমিদ রানার সঙ্গেই ঘন্টার পর ঘন্টা বেঙ্গালুরুতে অনুশীলন করে নিজেদের মধ্যে বোঝাপড়়া বাড়়িয়ে নিতে চাইছেন।

আরও খবর

সচিনের থেকে এগিয়ে বিরাট: ইমরান

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

saina Nehwal Rio Olympics 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE