Advertisement
১৬ এপ্রিল ২০২৪
ফিফা ফ্রেন্ডলি

বিতর্কিত পেনাল্টিতে জেতালেন নেমার

দু’দল মিলিয়ে বিশ্বকাপ জয়ের সংখ্যা সাত। শুক্রবার রাতে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলিতে মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দুই ফুটবল শক্তি ব্রাজিল ও উরুগুয়ে।

উচ্ছ্বাস: উরুগুয়ের বিরুদ্ধে গোল করে নেমার। রয়টার্স

উচ্ছ্বাস: উরুগুয়ের বিরুদ্ধে গোল করে নেমার। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ০৪:৫১
Share: Save:

দু’দল মিলিয়ে বিশ্বকাপ জয়ের সংখ্যা সাত। শুক্রবার রাতে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ফিফা ফ্রেন্ডলিতে মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দুই ফুটবল শক্তি ব্রাজিল ও উরুগুয়ে।

যে ম্যাচে বিতর্কিত পেনাল্টি গোলে দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে হারাল তিতের ব্রাজিল। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জেতান নেমার দা সিলভা জুনিয়র। কিন্তু পেনাল্টির সিদ্ধান্ত ঠিক ছিল কি না, তা নিয়ে শুরু হল তর্ক। ৭৫ মিনিটে উরুগুয়ে বক্সে ব্রাজিলের সাইডব্যাক দানিলোকে ফাউল করেন দিয়েগো ল্যাক্সাল। উরুগুয়ের দাবি, ফাউলের আগে বলে হাত লাগান দানিলো। রেফারি সেটা কেন দেখলেন না? এই জয়ের ফলে কোচ তিতের জমানায় ২৯টি ম্যাচের মধ্যে ২৫টি জিতল ব্রাজিল। প্রথমার্ধে ম্যাচের ফল ছিল গোলশূন্য। এই সময় উরুগুয়ের লুইস সুয়ারেস ও এদিনসন কাভানির অব্যর্থ গোল বাঁচান ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। এটি ছিল উরুগুয়ের কোচ অস্কার তাবারেসের ১৮৮তম ম্যাচ। খেলা শেষে তিনি বলেন, ‘‘দল হারলেও ছেলেদের খেলায় আমি খুশি। কারণ ম্যাচের বেশির ভাগ সময়েই খেলাটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমাদের একটা প্রতিভা থাকলে ব্রাজিলের ৪০টি ফুটবলার রয়েছে। তবু ছেলেরা কিন্তু পাল্টা দিতে পেরেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

FIFA friendly Football Brazil Uruguay Neymar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE