Advertisement
২০ এপ্রিল ২০২৪
Football

সুনীলদের সামনে চাপে থাকা ওড়িশা

পাঁচ ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে এগারো দলের আইএসএলে দশম স্থানে ওড়িশা। শেষ তিনটি ম্যাচেই হেরেছেন মার্সেলো লেইতি পেরেরা-রা।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ ০৫:২৯
Share: Save:

দক্ষিণের ডার্বিতে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে দুরন্ত ছন্দে বেঙ্গালুরু এফসি। ঠিক উল্টো ছবি আজ, বৃহস্পতিবার সুনীল ছেত্রীদের প্রতিপক্ষ ওড়িশা এফসি শিবিরে।

পাঁচ ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে এগারো দলের আইএসএলে দশম স্থানে ওড়িশা। শেষ তিনটি ম্যাচেই হেরেছেন মার্সেলো লেইতি পেরেরা-রা। এখনও পর্যন্ত ওড়িশা গোল খেয়েছে সাতটি। করেছে মাত্র দু’টি। যদিও তা নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ পাঁচ ম্যাচে নয় পয়েন্ট অর্জন করা বেঙ্গালুরুর কোচ কার্লেস কুদ্রাত। তিনি বলেছেন, ‘‘আমার ফুটবলারদের খুব ভাল করে চিনি। আমাদের দলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। সকলেই তিন পয়েন্ট অর্জন করার জন্য মরিয়া হয়ে রয়েছে।’’ তিনি যোগ করেছেন, ‘‘আইএসএলে আমরা কখনওই কোনও দলকে হাল্কা ভাবে নিই না। কে কখন কাকে হারিয়ে দেবে, কেউ জানে না।’’

ওড়িশাকে দুর্বল বলতেও রাজি নন সুনীলদের কোচ। তাঁর ব্যাখ্যা, ‘‘ওড়িশা কতটা ভয়ঙ্কর, আমি খুব ভাল করেই জানি। ওরা জেতার জন্য মরিয়া হয়ে খেলবে।’’ কেরলের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করলেও বিস্ময় গোলে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছেন সুনীল। ওড়িশার বিরুদ্ধেও কুদ্রাতের তুরুপের তাস ভারত অধিনায়ক।

আরও পড়ুন: বড় স্বস্তি সৌরভের, দেড় কোটি টাকার পরিষেবা কর ছাড় পেলেন দাদা

আরও পড়ুন: হাবাসের মতে রয় কৃষ্ণাই আইএসএলের সেরা ফুটবলার

পরিসংখ্যান অনুযায়ী আইএসএলে এই মরসুমে এখনও পর্যন্ত ম্যাচ প্রতি বিপক্ষের গোল লক্ষ্য ওড়িশার ফুটবলারেরা শট নিয়েছেন মাত্র ২.৪টি! উদ্বিগ্ন কোচ স্টুয়ার্ট ব্যাক্সটার বলেছেন, ‘‘আমাদের আরও আক্রমণাত্মক হতে হবে। বল নিজেদের দখলে রাখার চেষ্টা করতে হবে। একবার ছন্দ পেয়ে গেলে খেলাটা সহজ হয়ে যাবে।’’ বৃহস্পতিবার আইএসএলে: ওড়িশা এফসি বনাম বেঙ্গালুরু এফসি (সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস টু চ্যানেলে)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football ISL 2020 Sunil Chhetri Bengaluru FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE