Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অবিশ্বাস্য দ্য হিয়ায় অভিভূত সোলসার

পরিসংখ্যান বলছে, ওয়েম্বলি স্টেডিয়ামে স্প্যানিশ গোলরক্ষক পুরো ম্যাচে গোল বাঁচিয়েছেন ১১ বার!

দুর্ভেদ্য: শূন্যে শরীর ছুড়ে দিয়ে গোলরক্ষা দ্য হিয়ার।—গেটি ইমেজেস

দুর্ভেদ্য: শূন্যে শরীর ছুড়ে দিয়ে গোলরক্ষা দ্য হিয়ার।—গেটি ইমেজেস

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০৩:৩৪
Share: Save:

রবিবার ইপিএলে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতল কে? ম্যাঞ্চেস্টার ইউনাইটেড না কি দাভিদ দ্য হিয়া?

পরিসংখ্যান বলছে, ওয়েম্বলি স্টেডিয়ামে স্প্যানিশ গোলরক্ষক পুরো ম্যাচে গোল বাঁচিয়েছেন ১১ বার! শুধুমাত্র ভক্তরাই নন। দ্য হিয়ার অবিশ্বাস্য গোলকিপিং দেখে মুগ্ধ তাঁর সতীর্থরাও। রোমেলু লুকাকু, আন্দের এরেরা, নেমানইয়া ম্যাটিচ টুইটারে অভিনন্দন জানিয়েছেন তাঁকে। স্পেন জাতীয় দলে তাঁর সতীর্থ খুয়ান মাতা মজা করে টুইট করেছেন, ‘‘আমার বন্ধুর পারফরম্যান্স ছিল গড়পরতা। তবে এটা ধরে রখতে পারলেই হবে।’’ দলকে দুর্দান্ত জয় এনে দিয়ে তৃপ্ত দ্য হিয়াও টুইট করেছেন, ‘‘ওয়েম্বলিতে এর থেকে সুন্দর রাত আর কিছু হতে পারে না।’’

চলতি ইপিএলে টানা ছয় ম্যাচ জেতার পর পাল্টে গিয়েছে ম্যান ইউ শিবিরের মেজাজও। রবিবারের দুর্দান্ত জয়ের যাবতীয় কৃতিত্ব দ্য হিয়াকেই দিয়েছেন ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার। নিজের ফুটবলার জীবনে তিনি গোলের নীচে দেখেছেন এডউইন ফান ডার সার এবং পিটার স্মাইকেলকে। কিন্তু রবিবার দুর্ভেদ্য দ্য হিয়াকে দেখে অভিভূত ম্যান ইউ ম্যানেজার। তিনি বলেছেন, ‘‘এই ক্লাবের হয়ে অনেক বড় মাপের গোলকিপার খেলে গিয়েছেন। কিন্তু আমি মনে করি, দ্য হিয়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে ওদের দুজনকে। শুধু তাই নয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সর্বকালের সেরা গোলকিপার হিসাবে দ্য হিয়া নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।’’

পরিসংখ্যান এও জানাচ্ছে, প্রিমিয়ার লিগের কোনও ম্যাচে এর আগে কোনও গোলকিপার এত বার গোল বাঁচাননি। মুগ্ধ সোলসার বলেছেন, ‘‘আমাদের রক্ষণ অটুট ছিল। কিন্তু সকলের সেরা ছিল দ্য হিয়া। ও যে ফুটবল খেলেছে, সেটা আমার কাছে অলৌকিক এবং অবিশ্বাস্য। ওকে এই মেজাজেই ইপিএলের বাকি ম্যাচগুলিতেও দেখতে চাই।’’ ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আর্সেনালকে ধরে ফেলেছে ম্যান ইউ। কিন্তু বেশি গোল করার (আর্সেনাল গোল করেছে ৪৬, ম্যান ইউ ৪৪) সুবাদে পাঁচ নম্বরে রয়েছে উনাই এমেরির দল। ছয় নম্বরে ম্যান ইউ। তবে দ্য হিয়া মনে করছেন, এখনও তাঁরা পয়েন্ট টেবলের প্রথম চার দলের মধ্যে চলে আসতে পারবেন। তিনি বলেছেন, ‘‘সোলসার আসার পর দলের মানসিকতা পাল্টে গিয়েছে। দারুণ ফুটবল খেলছি আমরা। ফলে প্রথম চার দলের মধ্যে চলে আসতেই পারি।’’ আরও বলেছেন, ‘‘আগের চেয়ে আমরা এখন অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলছি। ম্যাচে তার সুফলও মিলছে। এই ছন্দ ধরে রাখতে হবে।’’ আরও যোগ করেছেন, ‘‘ওয়েম্বলিতে টটেনহ্যাম অপ্রতিরোধ্য। সেখানে ওদের হারিয়ে তিন পয়েন্ট অর্জন করাটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি। আমি ঠিক করে নিয়েছিলাম, কোনও অবস্থাতেই ওদের গোল করতে দেব না। সেই চেষ্টাই করে গিয়েছি।’’

ঘরের মাঠে ম্যাচ হেরে টটেনহ্যাম ম্যানেজার মউরিসিয়ো পচেত্তিনোও মেনে নিচ্ছেন, দ্য হিয়ার কাছেই হার মানতে হয়েছে তাঁদের। তিনি বলেছেন, ‘‘হেরে গেলেও আমরা কিন্তু সেরা ফুটবল খেলেছি। কিন্তু গোলের নীচে দ্য হিয়া যে ভয়ঙ্কর মেজাজ নিয়ে আমাদের দলের প্রত্যেকটি আক্রমণকে ভোঁতা করে দিয়েছে, সেটাই পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘বলতে বাধা নেই, এই মুহূর্তে বিশ্বের সেরা গোলকিপার দ্য হিয়া।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE