Advertisement
১৭ এপ্রিল ২০২৪

উৎসবের আবহেও লক্ষ্যে স্থির নতুন বিদেশি ওমর

চব্বিশ ঘণ্টা আগেই কলকাতায় পৌঁছছেন ওমর। সোমবার ষষ্টীর সকালেই নেমে পড়লেন মোহনবাগানের ট্রায়ালে। তাঁকে দেখার জন্য হাজির প্রায় জনা তিরিশেক সমর্থক।

প্রস্তুতি: সমর্থকদের মন জয় করে নিলেন ওমর।

প্রস্তুতি: সমর্থকদের মন জয় করে নিলেন ওমর।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০৩:৪৭
Share: Save:

মোহনবাগানের হয়ে আই লিগে ওমর এলহুসেইনি খেলবেন কি না তা সময়ই বলবে। তবে প্রথম দিন মাঠে নেমেই সবুজ-মেরুন সমর্থকদের মন জয় করে নিলেন মিশরের এই অ্যাটাকিং মিডফিল্ডার।

চব্বিশ ঘণ্টা আগেই কলকাতায় পৌঁছছেন ওমর। সোমবার ষষ্টীর সকালেই নেমে পড়লেন মোহনবাগানের ট্রায়ালে। তাঁকে দেখার জন্য হাজির প্রায় জনা তিরিশেক সমর্থক। তবে প্রথম দিন বলে প্রায় পা ছোঁয়ালেন না। শুধু দৌড়লেন। এ দিন মাঠে পৌঁছে প্রথমেই কোচ শঙ্করলাল চক্রবর্তীর সঙ্গে কথা বলেন মহম্মদ সালাহ-র দেশের ফুটবলার। তার পরে শুরু করেন দৌড়তে। অনুশীলনের পর ওমর বললেন, ‘‘দীর্ঘ বিমানযাত্রার কারণে ক্লান্ত ছিলাম। তাই হাল্কা অনুশীলন করলাম।’’

৩২ বছর বয়সি ওমরের জন্ম মিশরের গিজ়ায়। এখন অবশ্য থাকেন কায়রোতে। ফুটবল শুরু করেন এল শারখিয়া দোখান এফসি-তে। ওমরের ফুটবল জীবনের সেরা মুহূর্ত এস্তোনিয়ার এফসি লেভাদিয়া তালিনের হয়ে ২০১৪-’১৫ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে খেলা। পাঁচটি ম্যাচে একটি গোলও করেছিলেন তিনি। যদিও গত ছয় মাস কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি ওমর। সবুজ-মেরুনের নতুন বিদেশি অবশ্য তা নিয়ে উদ্বিগ্ন নন। তাঁর কথায়, ‘‘প্রায় ছয় মাস ম্যাচ খেলিনি ঠিকই। কিন্তু ফিট থাকার জন্য নিয়মিত অনুশীলন করেছি। সমস্যা হবে বলে মনে হয় না।’’ তিনি যোগ করেন কলকাতার আবহাওয়া অনেকটা কায়রোর মতোই। আশা করছি, দ্রুত মানিয়ে নিতে পারব।’’ জ়িনেদিন জ়িদানের ভক্ত প্রথম দিনই তাঁর লক্ষ্য স্থির করে ফেলেছেন। বলেছেন, ‘‘আমাকে যাঁরা মোহনবাগানে এনেছেন, তাঁদের প্রত্যাশাপূরণ করাই প্রথম কাজ।’’ তবে সালহের সঙ্গে তুলনায় একেবারেই খুশি নন ওমর। বললেন, ‘‘সালাহ অসাধারণ ফুটবলার। আমাদের মধ্যে বয়সের পার্থক্য অনেক। তাই সালাহর সঙ্গে আমার তুলনা করবেন না।’’

সবুজ-মেরুন শিবিরে যোগ দেওয়ার পাওয়ার আগে ভারতকে ওমর চিনতেন বলিউডের সৌজন্যে। মোহনবাগানের প্রস্তাব পাওয়ার পর থেকে ভারতীয় ফুটবলের খোঁজ নিতে শুরু করেন তিনি। এ দিন যুবভারতীর অনুশীলন মাঠে দাঁড়িয়ে ওমর বললেন, ‘‘মিশরে দারুণ জনপ্রিয় হিন্দি সিনেমা। বলিউডের তারকাদের প্রচুর ভক্ত আমাদের দেশে।’’ সম্প্রতি বলিউডের কী ছবি দেখেছেন? হাসতে হাসতে ওমর বললেন, ‘‘এমনিতেই টিভি আমি খুব একটা দেখি না। দেখলেও শুধু খেলা। তাই হিন্দি সিনেমা দেখা হয় না।’’ আর ভারতীয় ফুটবল? ওমরের কথায়, ‘‘ভিডিয়ো ক্লিপিংস দেখে ভারতীয় ফুটবল সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে। খেলতে খেলতে তা আরও বাড়বে।’’

রবিবার কলকাতায় পা দিয়েই দুর্গাপুজোর উন্মাদনা দেখেছেন ওমর। এ দিন অনুশীলনের পরে সবুজ-মেরুন সমর্থকেরা সব ফুটবলারকেই দুর্গার মূর্তি উপহার দেন। অভিভূত ওমর বলছিলেন, ‘‘ইচ্ছে ছিল, কলকাতার দুর্গোৎসবে শামিল হওয়ার। কিন্তু এই মুহূর্তে প্রধান লক্ষ্য ট্রায়ালে নিজেকে প্রমাণ করা।’’

উৎসবের আবহেও লক্ষ্যে স্থির মোহনবাগানের নতুন বিদেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE