Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পিসিবি-র পাল্টা চিঠি আইসিসিকে

রাঁচীতে ফৌজি টুপি পরে ভারতীয় দলের মাঠে নামার ঘটনার প্রতিবাদ জানিয়ে আইসিসি-কে চিঠি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

রাঁচীতে মিলিটারি ক্যাপ পরে খেলেছে কোহালি-ধোনি সহ টিম ইন্ডিয়া। ছবি পিটিআইয়ের সৌজন্যে।

রাঁচীতে মিলিটারি ক্যাপ পরে খেলেছে কোহালি-ধোনি সহ টিম ইন্ডিয়া। ছবি পিটিআইয়ের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ০৩:০০
Share: Save:

রাঁচীতে ফৌজি টুপি পরে ভারতীয় দলের মাঠে নামার ঘটনার প্রতিবাদ জানিয়ে আইসিসি-কে চিঠি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

রবিবার করাচিতে পাক বোর্ডের চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, কড়া ভাষায় তাঁরাও আইসিসি-কে চিঠি পাঠিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমাদের ভাবনায় কোনও অস্বচ্ছতা নেই। সেই মনোভাব জানিয়ে ফৌজি টুপি পরে ভারতীয় দলের মাঠে নামার বিষয় নিয়ে হস্তক্ষেপ করতে আমরা চিঠি দিয়েছি আইসিসিকে।’’ মানি জানান, পাকিস্তান কোনও ভাবেই রাজনীতির সঙ্গে ক্রিকেটকে মিশিয়ে ফেলতে রাজি নয়।

ভারতীয় বোর্ডের ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলার প্রবণতার সমালোচনা করেছেন মানি। বলেছেন, ‘‘এই নিয়ে দ্বিতীয় বার ভারতীয় বোর্ড ক্রিকেটকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলার চেষ্টা করল। অন্য অনেক বিষয় নিয়ে অতীতে আইসিসি-র সম্মতি আদায় করে ভারতীয় বোর্ড অনেক পদক্ষেপ করেছে যা গ্রহণযোগ্য ছিল না।’’

শনিবার পাকিস্তানের বিদেশমন্ত্রী দাবি করেছিলেন, ফৌজি টুপি পরে কোহালিদের খেলার বিষয় নিয়ে হস্তক্ষেপ করুক আইসিসি। পাক বোর্ডকেও চিঠি লেখার কথা জানান তিনি। রবিবার মানি বলে দিলেন, ‘‘আমরাও চিঠি পাঠিয়েছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket PCB Pakistan Cricket Board ICC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE