Advertisement
২৫ এপ্রিল ২০২৪

একুশ নম্বর বিশ্বখেতাব পঙ্কজের

পাঁচ দিনের মধ্যে জোড়া বিশ্বখেতাব জিতে ফের নজির পঙ্কজ আডবাণীর।

নজির: জোড়া বিশ্বখেতাব নিয়ে পঙ্কজ আডবাণী। টুইটার

নজির: জোড়া বিশ্বখেতাব নিয়ে পঙ্কজ আডবাণী। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৮ ০৩:৩৭
Share: Save:

পাঁচ দিনের মধ্যে জোড়া বিশ্বখেতাব জিতে ফের নজির পঙ্কজ আডবাণীর। ভারতের বিলিয়ার্ডস ও স্নুকার তারকা আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপে রবিবার লং ফর্ম্যাটে হারালেন সতীর্থ বি ভাস্করকে। একই সঙ্গে ‘গ্র্যান্ড ডাবল’ জয়েরও কৃতিত্ব দেখালেন তিনি। খেলোয়াড় জীবনে তাঁর চার নম্বর গ্র্যান্ড ডাবল এবং সব মিলিয়ে ২১ নম্বর বিশ্বখেতাব।

উচ্ছ্বসিত পঙ্কজ খেতাব জয়ের পরে বলেন, ‘‘বিলিয়ার্ডসে চতুর্থ গ্র্যান্ড ডাবল জেতার পরে দুর্দান্ত লাগছে। ভাস্কর, কজিয়ার, রাসেলের মতো খেলোয়াড়েরা থাকায় এই জয় সহজ ছিল না। এ ভাবে সেরা হওয়াটা অবিশ্বাস্য মনে হচ্ছে। ২১ নম্বর বিশ্বখেতাব জিতলাম এই নিয়ে। এ বার আমার লক্ষ্য আগামী ১০ দিনে স্নুকার খেতাব জয়।’’ পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় জোড়া খেতাব হাতে ছবি পোস্ট করে পঙ্কজ লিখেছেন, ‘‘সপ্তাহটা অবিশ্বাস্য গেল। বিলিয়ার্ডসে দুটোর মধ্যে দুটো খেতাবই জিতলাম— লং আর শর্ট ফর্ম্যাটে। ফের গ্র্যান্ড ডাবল জয়ের অনুভূতি দুরন্ত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pankaj Advani IBSF World Billiards Championship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE