Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সুশীলকে হারিয়ে বদলা নিতে চান রানা

রানা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, তাঁর কী পরিকল্পনা। সামনে প্রো-রেসলিং লিগ। যেখানে তিনি পাবেন সুশীলকে। এবং সেখানেই অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগিরের বিরুদ্ধে বদলা নিতে চান রানা।

সুশীল কুমারের বিরুদ্ধে রিংয়ে নামতে মুখিয়ে রানা।

সুশীল কুমারের বিরুদ্ধে রিংয়ে নামতে মুখিয়ে রানা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ০৩:৩৮
Share: Save:

সুশীল কুমার বনাম প্রবীণ রানা নাটকের শেষ যেন হচ্ছেই না। প্রথমে অভিযোগ ওঠে, সুশীলের সমর্থকেরা হামলা চালিয়েছে প্রবীণের ওপর। তার পরে সুশীলের বিরুদ্ধে অভিযোগ করা হয় পুলিশের কাছে। আর রবিবার রানা হুমকি দিয়ে রাখলেন, সুশীলকে হারিয়ে তিনি বদলা নিতে চান।

রানা জানাচ্ছেন, তাঁর ওপর যে হামলা চালানো হয়েছিল, তা জানার পরে তাঁর মা রীতিমতো মানসিক আঘাত পান। রানার মা ক্যানসারে আক্রান্ত। সেই মায়ের জন্য সুশীলকে হারিয়ে বদলা নিতে চান এই কুস্তিগির। রবিবার রানা বলেছেন, ‘‘এই মুহূর্তে আমার মা ক্যানসারের সঙ্গে লড়ছেন। আশঙ্কাজনক অবস্থা। কিন্তু শারীরিক কষ্ট নয়, মাকে বেশি করে আঘাত দিয়েছে এই গোটা ঘটনা।’’ কমনওয়েল গেমসের ট্রায়ালের পরে সুশীলের সমর্থকেরা তাঁর ওপর হামলা চালিয়েছিল বলে অভিযোগ রানার। তাঁর বক্তব্য, ‘‘আমার মা যখন পুরো ঘটনাটা জানতে পারেন, তখন খুবই কষ্ট পেয়েছেন। মায়ের কষ্টের বদলা আমি নেবই।’’

রানা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, তাঁর কী পরিকল্পনা। সামনে প্রো-রেসলিং লিগ। যেখানে তিনি পাবেন সুশীলকে। এবং সেখানেই অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগিরের বিরুদ্ধে বদলা নিতে চান রানা। ‘‘প্রো রেসলিং রিংয়ে নামার সময় আমার মাথায় মায়ের মুখটাই মনের মধ্যে ঘুরবেই। তা ছাড়া আমাকে অন্যায় ভাবে হারানো হয়েছিল। সেই হারেরও বদলা নিতে নামব।’’

কমনওয়েলথ ট্রায়ালে সেমিফাইনালে রানাকে ৭-৩ পয়েন্টে হারান সুশীল। যা নিয়ে প্রশ্ন তুলছেন রানা। বলছেন, ‘‘আমার মনে হচ্ছে, নিরপেক্ষ ভাবে পয়েন্ট দেওয়া হয়নি। লড়াইটা ঠিকমতো দেখা হয়নি। তবে সে সব এখন অতীত হয়ে গিয়েছে। আমি এখন একটা কথাই নিজেকে বলছি। সুশীলকে হারাতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

PWL Sushil Kumar Parveen Rana wrestler
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE