Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Pele

মানসিক অবসাদে ভুগছেন পেলে

৭৯ বছরের কিংবদন্তি ফুটবলার পেলে বিগত বছরগুলিতে একাধিক শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন।

ফুটবল সম্রাট পেলে।—ফাইল চিত্র।

ফুটবল সম্রাট পেলে।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৪৫
Share: Save:

মানসিক অবসাদে আক্রান্ত ফুটবল সম্রাট পেলে। এ খবর জানিয়েছেন, তাঁর পুত্র এদিনহো। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ফুটবল সম্রাটের অবসাদে আক্রান্ত হওয়ার অন্যতম বড় কারণ, আগের মতো চলাফেরা করতে না পারা।

ব্রাজিলীয় সংবাদমাধ্যমের কাছে এদিনহোর মন্তব্য, ‘‘বাবা এখন আগের মতো চলাফেরা করতে পারেন না। বাড়িতেই থাকেন। আর এটাই তাঁর মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার একটি বড় কারণ।’’

৭৯ বছরের কিংবদন্তি ফুটবলার পেলে বিগত বছরগুলিতে একাধিক শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। কিন্তু চিকিৎসকদের নির্দেশ ও তত্ত্বাবধানে সেগুলোর বেশির ভাগ থেকেই পরিত্রাণ পেয়েছেন তিনি। গত বছর এপ্রিল মাসে ফ্রান্সে গিয়েছিলেন। সেখানে একটি প্রচারের কাজে অংশ নিয়েছিলেন তিনি। যে অনুষ্ঠানে যুক্ত ছিলেন বর্তমানে পেলের পছন্দের ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেও। কিন্তু ওই অনুষ্ঠানের পরেই কিডনির সমস্যায় ফ্রান্সের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পেলেকে। এর আগে ২০১৪ সালে ব্রাজিলের হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে রেখে ডায়ালিসিস করা হয়েছিল এই কিংবদন্তি ফুটবলারের। খেলোয়াড় জীবনে বড়সড় চোট পাওয়ায় একটা কিডনি বাদ গিয়েছিল পেলের। তার পর থেকে ফুটবল সম্রাটের শরীরে একটাই কিডনি। এদিনহোর কথায়, ‘‘কিডনি ও কোমরের সমস্যা বাদ দিলে শারীরিক ভাবে বাবা সুস্থই রয়েছেন।’’

পেলের মানসিক অবসাদের কারণ বিশদে ব্যাখ্যা করে এদিনহো বলেন, ‘‘মানুষটাকে ফুটবল সম্রাট বলে ডাকা হয়। একটা সময়ে গোটা বিশ্ব ঘুরে বেড়াতেন নানা অনুষ্ঠানে। সেই মানুষটাই এখন চলাফেরা ঠিক ভাবে করতে পারেন না। যে কারণে প্রবল লজ্জাবোধ হয় তাঁর। তাই জনসাধারণের সামনে আসতে খুব অস্বস্তি হয় বাবার। এগুলোই বাড়তে বাড়তে এখন মানসিক অবসাদ তৈরি করেছে বাবার মধ্যে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pele Depression
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE