Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ছুটি শেষের আগেই পেপের ডাকে সাড়া

রাশিয়া বিশ্বকাপে ম্যান সিটির মোট ১৬ জন ফুটবলার বিভিন্ন দেশের হয়ে খেলেছেন। তাঁদের সবাইকেই তিন সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। কিন্তু গুয়ার্দিওলা জানিয়েছেন, ৫ অগস্ট চেলসির সঙ্গে কমিউনিটি শিল্ডে মরসুমের প্রথম ম্যাচের আগে দু’জন বাদে সবাই দলের সঙ্গে সিটির অনুশীলনে যোগ দিচ্ছেন। 

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ০৪:১৮
Share: Save:

পেপ গুয়ার্দিওলার লক্ষ্য, নতুন মরসুমেও ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব ধরে রাখা। তাই কোচকে সাহায্য করতে ছুটি শেষ করার আগেই ম্যাঞ্চেস্টার সিটির অনেক ফুটবলার ক্লাবের অনুশীলনে যোগ দিচ্ছেন।

রাশিয়া বিশ্বকাপে ম্যান সিটির মোট ১৬ জন ফুটবলার বিভিন্ন দেশের হয়ে খেলেছেন। তাঁদের সবাইকেই তিন সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। কিন্তু গুয়ার্দিওলা জানিয়েছেন, ৫ অগস্ট চেলসির সঙ্গে কমিউনিটি শিল্ডে মরসুমের প্রথম ম্যাচের আগে দু’জন বাদে সবাই দলের সঙ্গে সিটির অনুশীলনে যোগ দিচ্ছেন।

মায়ামিতে ম্যান সিটি নতুন মরসুমের প্রস্তুতি ম্যাচ খেলবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। তার আগে পেপ বললেন, ‘‘যারা ছুটিতে আছে, তাদের মধ্যে বেশির ভাগ ফুটবলারই ফিরে আসছে। কমিউনিটি শিল্ড ফাইনালের আগে আমাদের হাতে মাত্র চার থেকে পাঁচ দিন সময় থাকছে। তার মধ্যেই ফুটবলারদের দলের সঙ্গে মানিয়ে নিতে হবে।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘ফাইনালের আগেই কেউ কেউ এসে যাচ্ছে। বাকিরা আসবে তার ঠিক পরে পরেই। তবে যদি কেউ নাও আসে, আমাদের তো খেলতেই হবে। সে ক্ষেত্রে যারা আছে, তাদের নিয়েই দল গঠন করতে হবে।’’

পেপ স্বীকার করেছেন, ক্লাবে এই মুহূর্তে ম্যাচ খেলার মতো আদর্শ পরিবেশ নেই। সেটা হয়েছে বিশ্বকাপের জন্যই। ‘‘সবাইকে একসঙ্গে পেলেই ভাল হত। অবশ্য নিকো কোভাচেরও (বায়ার্ন মিউনিখ কোচ) একই সমস্যা। অন্য অনেক ম্যানেজারেরও। কিন্তু ফুটবল মরসুম তো শুরু হবেই। সূচি অনুযায়ী খেলতেও হবে। তাই পরিস্থিতি অনুযায়ী তৈরি হওয়াটাই এখন সব চেয়ে বড় কাজ আমাদের,’’ বলেছেন ম্যান সিটি কোচ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pepe Manchester City F.C. Pep Guardiola
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE