Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ফুটবলারদের সুস্থতা নিয়ে প্রার্থনা পেপের

আন্তর্জাতিক বিরতির পরে ২৯ দিনে আটটি ম্যাচ খেলতে হবে ম্যান সিটিকে।

উদ্বেগ: ব্রুইনদের চোট নিয়ে চিন্তায় গুয়ার্দিওলা। —ফাইল চিত্র

উদ্বেগ: ব্রুইনদের চোট নিয়ে চিন্তায় গুয়ার্দিওলা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০৯:৩৬
Share: Save:

হাতছানি অনেক। প্রিমিয়ার লিগ আছে। এবং অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ। অনেকে বলছেন, ম্যাঞ্চেস্টার সিটি এই মরসুমে চারটি ট্রফি জিতে অনন্য নজির গড়তে পারে। কিন্তু পেপ গুয়ার্দিওলা চুপচাপ। তাঁর প্রাথর্না, ক্লাব ফুটবলে দু’সপ্তাহ বিরতির পরে ফুটবলারেরা যেন সবাই সুস্থ, তরতাজা হয়ে অনুশীলনে ফিরে আসেন।

আন্তর্জাতিক বিরতির পরে ২৯ দিনে আটটি ম্যাচ খেলতে হবে ম্যান সিটিকে। তিনটি প্রতিযোগিতায়। প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। ম্যান সিটির ওয়েবসাইটে গুয়ার্দিওলা বলেছেন, ‘‘আমার একটাই প্রার্থনা। ওরা সবাই সুস্থ হয়ে ফিরে আসুক। ছেলেদের অনেককেই জাতীয় দলের হয়ে খেলতে হবে। আমি চাই ওরা দেশের হয়ে খেলাটা উপভোগ করুক। একই সঙ্গে কামনা করি, কারও যেন চোট না লাগে। এপ্রিলে যে সূচি অপেক্ষা করছে সেখানে আমার সবাইকে দলে চাই।’’

গুয়ার্দিওলা আগামী দিনের চ্যালেঞ্জ নিয়ে এতই উদ্বিগ্ন যে, যাঁদের জাতীয় দলে খেলা নেই তাঁদের সাত দিন ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরে আসতে বলেছেন। একই সঙ্গে যাঁদের চোট আছে তাঁদের কথাও আলাদা করে ভাবছেন। তাঁর কথায়, ‘‘আমার সবাইকে চাই। কেভিন (দ্য ব্রুইন), ফার্নান্দিনহো, জন (স্টোনস), বঁজমা (মেন্দি)— ওরা আগেই অনুশীলনে ফিরে আসছে। এমনকি দরকার হলে ওদের ১০ থেকে ১৫ মিনিটের জন্যেও খেলাব।’’ যোগ করেছেন, ‘‘আমাদের সামনে আরও তিনটি ট্রফি জয়ের সুযোগ। তাই সবাইকেই আমি চাই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Machester City Pep Guardiola
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE