Advertisement
১৯ এপ্রিল ২০২৪
IPL

আইপিএল নিয়ে আশা ছাড়ছেন না পিটারসেন

পিটারসেন বলেছেন, ‘‘আমার বিশ্বাস, ক্রিকেট মরসুম দ্রুত শুরু হবে। খেলা শুরু হওয়ার অপেক্ষায় বসে আছে প্রত্যেক ক্রিকেটার।’’

কেভিন পিটারসেন—ফাইল চিত্র

কেভিন পিটারসেন—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২০ ০৭:২১
Share: Save:

করোনা আতঙ্কে পিছিয়ে গিয়েছে আইপিএল। ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল যে টি-টোয়েন্টি লিগ। তার ভবিষ্যৎ এখনও ধোঁয়াশায়। কিন্তু প্রাক্তন ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেন আত্মবিশ্বাসী। শনিবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আইপিএল বাতিল হবে না।

পিটারসেন বলেছেন, ‘‘আমার বিশ্বাস, ক্রিকেট মরসুম দ্রুত শুরু হবে। খেলা শুরু হওয়ার অপেক্ষায় বসে আছে প্রত্যেক ক্রিকেটার।’’ যোগ করেন, ‘‘দর্শকশূন্য মাঠেই দ্রুত শুরু করা যেতে পারে আইপিএল। তিনটি মাঠ বেছে নিয়ে সেখানেই সব ম্যাচ খেলা হলে ভাল হয়।’’

কিন্তু এই পরিস্থিতিতে যে মাঠে গিয়ে সমর্থকেরা ম্যাচ উপভোগ করতে পারবেন না, সে ব্যাপারেও জানিয়েছেন কেপি। বলেছেন, ‘‘সমর্থকদের বুঝতে হবে, আগামী কয়েক মাস মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ তাঁরা পাবেন না। আইপিএল হলেও বাড়িতে বসেই দেখতে হবে।’’

দর্শকশূন্য স্টেডিয়ামে ক্রিকেটের পক্ষে জাস্টিন ল্যাঙ্গারও। তাঁর কথায়, ‘‘দর্শকশূন্য মাঠে প্রত্যেক ক্রিকেটারের খেলার অভ্যেস আছে। যখন আমরা স্কুল ক্রিকেট থেকে জীবন শুরু করেছি, তখন দর্শকশূন্য মাঠেই খেলতে হত।’’ আরও বলেন, ‘‘ক্রিকেটের প্রতি ভালবাসা ওদের মাঠে টেনে আনবে। আশা করি, দ্রুতই শুরু হবে ক্রিকেট।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL Kevin Petersen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE