Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সকলের ধকল এক নয়: সচিন

আইপিএলের আগে ভারতীয় ক্রিকেটারদের পরিশ্রমের মাত্রা নিয়ে কথা উঠেছে। বলা হচ্ছে, বিশ্বকাপের কথা ভেবে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ভারতীয় দলের সম্ভাব্য ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে বিশ্রাম দিয়ে খেলানো হোক।

শুরু: নতুন মরসুমের শপথগ্রহণ মুম্বই ইন্ডিয়ান্সের। দলের মহাসম্মেলনে হাজির মালকিন নীতা অম্বানী।  নিজস্ব চিত্র

শুরু: নতুন মরসুমের শপথগ্রহণ মুম্বই ইন্ডিয়ান্সের। দলের মহাসম্মেলনে হাজির মালকিন নীতা অম্বানী। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ০৪:৪০
Share: Save:

ক্রিকেটারদের পরিশ্রমের মাত্রা নিয়ে ওঠা তর্কে যোগ দিলেন সচিন তেন্ডুলকর। তবে তিনি বলে দিলেন, এক-এক জনের ধকল নেওয়ার ক্ষমতা এক-এক রকম হয়। তাই এ ব্যাপারে কোনও নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া কখনওই সম্ভব নয়।

আইপিএলের আগে ভারতীয় ক্রিকেটারদের পরিশ্রমের মাত্রা নিয়ে কথা উঠেছে। বলা হচ্ছে, বিশ্বকাপের কথা ভেবে টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ভারতীয় দলের সম্ভাব্য ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে বিশ্রাম দিয়ে খেলানো হোক। যাতে তরতাজা অবস্থায় তাঁরা বিশ্বকাপে খেলতে যেতে পারেন।

সচিন এ দিন সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘কতটা পরিশ্রম করা উচিত বা ধকল নিতে পারব, সেটা সকলের ক্ষেত্রে এক হবে না। বিভিন্ন ক্রিকেটারের জন্য বিভিন্ন নিয়ম হবে।’’ তেমনই তিনি বলে দিচ্ছেন, ‘‘বিশ্বকাপের জন্যও প্রত্যেকটি ক্রিকেটারের প্রস্তুতির ধরন আলাদা হবে।’’ এ ব্যাপারে ভারত অধিনায়ক বিরাট কোহালির সঙ্গেই একমত সচিন যে, বিশ্বকাপে কতটা ধকল নেব, তা ক্রিকেটারদেরই বুঝে নিতে হবে। কোহালি সম্প্রতি বলেছেন, ‘‘কে কতটা পরিশ্রম করতে পারবে, তা সেই ক্রিকেটারই ভাল বুঝতে পারবে। এই ব্যাপরটা তার উপরে ছেড়ে দেওয়াই ভাল।’’

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত সচিন। সোমবার নতুন মরসুমের জন্য সম্মিলিত হল রোহিত শর্মাদের দল। মঙ্গলবার থেকে পুরোদস্তুর অনুশীলন শুরু হয়ে যাচ্ছে। তার আগে সচিন ধকলের বিষয়টি ছেড়ে দিতে চান ক্রিকেটারদের উপর। ‘‘আমার কাছে ফর্মটাকে ধরে রাখা খুব জরুরি। প্রত্যেক ক্রিকেটারকে নিজেকেই ঠিক করতে হবে যে, বিশ্রাম নেবে না কি ভাল ফর্মে থাকতে ধারাবাহিকতা ধরে রাখার জন্য খেলে যাবে। সেই ক্রিকেটারই তো এটা ভাল বুঝতে পারবে।’’ এর পরেই উদাহরণ টানেন টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী। ‘‘যেমন ধরুন, যশপ্রীত বুমরা ফাস্ট বোলার। ওর পরিশ্রম করার মাত্রা নিশ্চিয়ই বিরাট কোহালির বা মহেন্দ্র সিংহ ধোনির সমান হবে না। কোহালি ব্যাটসম্যান, আবার ধোনি উইকেটকিপার। ওদের প্রত্যেকের পরিশ্রমের মাত্রা আলাদা।’’

কোহালির সুরেই সচিন আরও বলছেন, ‘‘আমি হয়তো ১০, ১২ বা ১৫টা ম্যাচ একটানা খেলার ক্ষমতা ধরি। বাকিদেরও সেই ক্ষমতা থাকবে এমন কোনও ব্যাপার নেই। আমার মনে হয় প্রত্যেক ক্রিকেটারকে বুদ্ধি খাটিয়ে ভাবতে হবে যে, সে কতগুলো ম্যাচ খেলতে পারবে। প্রত্যেকে বিশ্বকাপে খেলতে চায়, তাই তারাও ভেবেচিন্তেই ধকল নেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket IPL 2019 India Sachin Tendulkar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE