Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sports News

কোন পিচে খেলবে ভারত, এখনও জানাননি বিরাট

রাঁচি পিচ নিয়ে ভারত অধিনায়ক এখনও কোনও মন্তব্য করেননি। এমনটাই জানিয়েছেন ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ কিউরেটর এসবি সিংহ। ধোনি দলে নেই। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ১৮:৫৪
Share: Save:

রাঁচি পিচ নিয়ে ভারত অধিনায়ক এখনও কোনও মন্তব্য করেননি। এমনটাই জানিয়েছেন ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ কিউরেটর এসবি সিংহ। ধোনি দলে নেই। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। তবুও তাঁর ঘরের মাঠে খেলা তাই পিচ ঘিরে বিতর্কের মধ্যে তাঁর মাঠের পিচ কেমন হচ্ছে জানতে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু কোনও উপদেশ দেননি। ইতিমধ্যই সেখানে পৌঁছে গিয়েছেন কোহালি অ্যান্ড কোং। তিনটি পিচ তৈরি করেছে সেখানকার পিচ কিউরেটর। তার মধ্যে থেকে একটি পিচ বেছে নেবেন বিরাট কোহালি। বৃহস্পতিবার থেকে তৃতীয় টেস্ট শুরু। তার আগে বিরাট কোন পিচ পছন্দ করলেন সেটা এখনও জানা যায়নি। এসবি সিংহ বলেন, ‘‘এটা ঠিক আমরা তিনটি পিচ তৈরি করেছি। চার, পাঁচ ও সাত নম্বর পিচ।’’

আরও খবর: পুণে পিচ নিয়ে আইসিসিকে জবাব দিল বিসিসিআই

পিচ কিউরেটরকে উদ্ধৃত করে অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যম লিখেছে, তিনটি পিচ তৈরি করা হয়েছে, তাদের তিনটির চরিত্র তিন রকম। এ বার পুরোটাই বিরাট কোহালির হাতে, কোন পিচ তিনি বেছে নেবেন দলের উপর নির্ভর করে। যদিও এি খবর অস্বীকার করেছেন পিচ কিউরেটর। ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব দেবাশিস চক্রবর্তী বলেন, ‘‘এসবি সিংহ ঠিকই বলেছে। এই স্টেডিয়ামে ন’টি পিচ আছে। নিয়ম মেনে যার মধ্যে তিনটিকে এই ম্যাচের জন্য তৈরি করা হয়েছে। অফিশিয়ালরা এসে পিচ দেখে তবে সিদ্ধান্ত নেবে কোন পিচে খেলা হবে। এই পরিবেশে তিন পিচই কার্যকরী।’’

প্রথম দুই টেস্ট শেষ হয়ে গিয়েছে তিন ও চার দিনে। যা নিয়ে গুঞ্জন অব্যাহত। চলছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। পুণের মতো রাঁচিও প্রথম টেস্ট আয়োজন করতে চলেছে। তাই আগের দুই ম্যাচের ইতিহাসের যাতে পুনরাবৃত্তি না হয় সেটাই চাইছে ধোনির রাজ্য। পাঁচদিন যাতে খেলা হয় সেই পরিকল্পনাতেই পিচ তৈরি হয়েছে। সচিব বলেন, ‘‘পিচে ঘূর্ণি আছে না ফ্ল্যাট সেটা ম্যাচ শুরু হলেই বোঝা যাবে। একদিনের ম্যাচে এখানে ২৫০ এর আশপাশে রান ওঠে। যত ম্যাচ গড়াবে তত পিচে ঘূর্ণি দেখা যাবে। আমাদের শহরে প্রথম টেস্ট। এটাকে যাতে পাঁচ দিন চলে সেটাই আমরা চাইছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE