Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Narendra Modi

মহেন্দ্রকে চিঠি প্রধানমন্ত্রীর, প্রশংসা মস্তিষ্ক ও ফিনিশারের

দু’টি বিশ্বকাপজয়ী অধিনায়ককে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, নতুন ভারতের প্রতিনিধি হিসেবে।

প্রস্তুতি: চেন্নাইয়ে মহড়ায় ব্যস্ত। মুখে সাদা দাড়ির ছোঁয়া। ধোনি উঠছেন সিএসকে টিমবাসে। বৃহস্পতিবার। পিটিআই

প্রস্তুতি: চেন্নাইয়ে মহড়ায় ব্যস্ত। মুখে সাদা দাড়ির ছোঁয়া। ধোনি উঠছেন সিএসকে টিমবাসে। বৃহস্পতিবার। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ০৪:০৩
Share: Save:

সদ্য অবসৃত মহেন্দ্র সিংহ ধোনিকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানকে স্বীকৃতি জানিয়েই ধন্যবাদজ্ঞাপক এই চিঠি। ‘মহেন্দ্র’ নামে সম্বোধন করেছেন তিনি। যে ভাবে ছোট শহর থেকে উঠে এসে বিশ্বের সামনে নিজেকে মেলে ধরে সাফল্য পেয়েছেন, তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, এ ব্যাপারে তিনি উদাহরণ সৃষ্টি করেছেন সকলের সামনে।

দু’টি বিশ্বকাপজয়ী অধিনায়ককে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, নতুন ভারতের প্রতিনিধি হিসেবে। বলেছেন, ‘‘যেখানে পরিবারের নাম কারও ভাগ্যবিকাশে সাহায্য করে না।’’ প্রধানমন্ত্রীর এই চিঠি বৃহস্পতিবার তাঁর টুইটারে প্রকাশ করেন স্বয়ং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরে এই প্রথম সোশ্যাল মিডিয়ায় এলেন তিনি। প্রধানমন্ত্রীর চিঠির প্রাপ্তি স্বীকার করে ধোনি লেখেন, ‘‘একজন শিল্পী, সেনা বা ক্রীড়াবিদ স্বীকৃতি পেতে মুখিয়ে থাকেন। তাঁদের কঠোর পরিশ্রম বা ত্যাগ স্বীকৃতির জন্যই। সেই স্বীকৃতি ও শুভেচ্ছা প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’’

প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে ধোনিকে লিখেছেন, ‘‘গত ১৫ অগস্ট আপনার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কাউকে কিছু বুঝতে না দিয়ে যে স্বল্প দৈর্ঘ্যের ভিডিয়ো প্রকাশ করে অবসরের কথা জানালেন, তা এই মুহূর্তে গোটা দেশের কাছে আলোচনার বিষয়। ১৩০ কোটি ভারতীয় যা দেখে যেমন হতাশ, তেমনই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গত দেড় দশকে ভারতীয় ক্রিকেটে আপনার অবদানের জন্য।’’ যোগ করেছেন, ‘‘ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক আপনি। বিশ্ব ক্রিকেটে ভারতকে শিখরে নিয়ে গিয়েছেন। ক্রিকেট ইতিহাসে আপনি থেকে যাবেন বিখ্যাত ব্যাটসম্যান, অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে।’’

প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘‘প্রতিকূল পরিস্থিতিতে আপনার প্রতি নির্ভরশীলতা ও ম্যাচ শেষ করার দক্ষতার জন্য আপনি প্রজন্মের পর প্রজন্ম দর্শকের হৃদয়েই থাকবেন। যেমন আপনি করেছিলেন ২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে। মহেন্দ্র সিংহ ধোনি নামটা কেবল পরিসংখ্যান বা ম্যাচ জেতানোর দক্ষতার বিচারে দেখা হলে অন্যায় হবে। আপনি একজন কিংবদন্তি।’’

ধোনিকে যুবসমাজের প্রেরণা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘ছোট শহরের এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আপনি ভারতকে গর্বিত করেছেন। যে উত্থান দেশের যুবসমাজকে বার্তা দিয়েছিল, বিখ্যাত স্কুল, কলেজ কিংবা পরিবার থেকে না এলেও প্রতিভা থাকলে সর্বোচ্চ স্তরে বিকশিত হওয়া যায়।’’

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উল্লেখ করে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘মাঠে আপনার স্মরণীয় অনেক মুহূর্ত দেশের একটি বিশেষ প্রজন্মকে প্রতিকূল পরিস্থিতিতে শান্ত মাথায় লড়াই করার শিক্ষা দিয়েছে। তারা দেখেছে, কঠিন মুহূর্তে তরুণ প্রজন্মকে এগিয়ে দিয়ে জয় ছিনিয়ে আনার সাহসী দৃশ্য। যার সব চেয়ে বড় উদাহরণ ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল।’’

যোগ করেছেন, ‘‘আজ আমাদের যুবসমাজ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে ভয় পায় না। সব চেয়ে বড় ব্যাপার হল, তাঁরা আপনার নেতৃত্বাধীন ওই দলের মতোই ভয়ডরহীন। মাথার কেশবিন্যাস যে রকমই হোক না কেন, জয় পরাজয়ের সময় আপনার শান্ত মাথা অন্যদের কাছে দৃষ্টান্ত।’’

সেনাবাহিনীর প্রতি ধোনির অনুরাগের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, ‘‘সেনা পরিবারের ভাল থাকার জন্য আপনার অবদান বিশেষ ভাবে স্মরণীয়।’’ যোগ করেছেন, ‘‘আশা করি, সাক্ষী ও জিভা এ বার আপনার সঙ্গে বেশি সময় কাটাতে পারবে। ওদের ত্যাগ বা সহায়তা না থাকলে কোনও কিছুই সম্ভব হত না। আপনার থেকে যুবসমাজ জানতে পারবে পরিবার ও পেশার মধ্যে কী ভাবে ভারসাম্য রেখে এগোতে হয়।’’ এমন কথাও লিখেছেন প্রধানমন্ত্রী যে, ‘‘মনে পড়ছে, একটা ম্যাচে ভারতের জয়ের পরে সবাই যখন আনন্দোৎসবে ব্যস্ত, আপনি নিজের ফুটফুটে মেয়ের সঙ্গে খেলায় ব্যস্ত হয়ে পড়েছিলেন।’’

প্রধানমন্ত্রীর চিঠির মধ্যেই অবসরের পরেও ধোনিকে নিয়ে স্মৃতিচারণ অব্যাহত। পাকিস্তানের উইকেটরক্ষক কামরান আকমল যেমন বলেছেন, ‘‘পাকিস্তানের ক্রিকেটেও যেন ধোনির মতো একজন অধিনায়ক আসে।’’ প্রাক্তন ভারত অধিনায়ক গাওস্কর জানিয়েছেন, ‘‘আইপিএলের সময় এক বার ওকে বলেছিলাম, প্রয়াত হওয়ার আগেও ধোনির মারা ছয় দেখতে চাই।’’ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন আবার মজা করে ভারতীয় ক্রিকেটের সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, ‘‘ধোনি, তুমি কিন্তু আমাকে কখনও আউট করতে পারনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendra Modi Mahendra Singh Dhoni Cricket India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE