Advertisement
১৬ এপ্রিল ২০২৪

পোর্ট অব স্পেনের উইকেট ভারতীয় পেসারদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে

সিরিজের শেষ টেস্টের জন্য পোর্ট অব স্পেন পৌঁছে গিয়েছে ভারতীয় টিম। সিরিজ ইতিমধ্যেই জিতে গিয়েছে বিরাট কোহালিরা, কিন্তু মনে হয় না তার জন্য শেষ ম্যাচটা ওরা হালকা ভাবে নেবে। ব্যাপারটা খুব সহজ। ২-০-র চেয়ে ৩-০ শুনতে অনেক বেশি মিষ্টি।

পোর্ট অব স্পেনের ভারতীয় দূতাবাসে বিরাট কোহালিরা। ছবি টুইটার।

পোর্ট অব স্পেনের ভারতীয় দূতাবাসে বিরাট কোহালিরা। ছবি টুইটার।

সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৬ ০৩:৫৫
Share: Save:

সিরিজের শেষ টেস্টের জন্য পোর্ট অব স্পেন পৌঁছে গিয়েছে ভারতীয় টিম। সিরিজ ইতিমধ্যেই জিতে গিয়েছে বিরাট কোহালিরা, কিন্তু মনে হয় না তার জন্য শেষ ম্যাচটা ওরা হালকা ভাবে নেবে। ব্যাপারটা খুব সহজ। ২-০-র চেয়ে ৩-০ শুনতে অনেক বেশি মিষ্টি।

ভারতীয় ক্রিকেটের অনেক স্মৃতি জড়িয়ে পোর্ট অব স্পেনের সঙ্গে। ভাল, আবার খারাপও। ওখানে অনেক রূপকথা সৃষ্টি হয়েছে। আবার মন খারাপ করে দেওয়ার মতো নানা ঘটনারও সাক্ষী ওই মাঠ। ওয়েস্ট ইন্ডিজে সবচেয়ে ভারতীয় কোনও শহর যদি থাকে, তো সেটা এই পোর্ট অব স্পেন। এই মাঠে বিরাট কোহালি আর ওর টিম নিঃসন্দেহে দারুণ একটা জয় চাইবে। দ্বিতীয় টেস্টের ওই একটা দিন বাদ দিলে সিরিজের পুরোটাই ভারতের নিয়ন্ত্রণে ছিল। খেলার সব বিভাগে। বিরাট আর ওর ছেলেদের মধ্যে নিষ্ঠুর ক্রিকেট খেলার খিদেটা ফুটে উঠেছে। সিরিজের শেষ ম্যাচেও সেটা না হওয়ার কোনও কারণ দেখছি না।

মনে হয় এই টেস্টের জন্য টিমে কোনও পরিবর্তন হবে না। চোটের সমস্যা না থাকলে প্রথম এগারোয় বদলের কোনও কারণও নেই। যদিও আমি এখনও মনে করি, পূজারাকে টিমে ফেরানো উচিত। নতুন বলের মোকাবিলা করতে হবে, এ রকম পরিস্থিতিতে তিন নম্বরে পূজারাকে দরকার। ওপেনিং স্লটে তেমন মুরলী বিজয়কে রাখতেই হবে। অবশ্যই যদি ও ফিট থাকে। এখনকার প্লেয়ারদের মধ্যে মুরলী সেরা ভারতীয় ওপেনার। যে কোনও পরিবেশে।

পোর্ট অব স্পেন পেসারদের জন্য কঠিন পরীক্ষা হতে চলেছে। কারণ ওখানকার উইকেট স্লো, আর বল পড়ে কিছুটা দেরিতে ব্যাটে আসে। এই সফরে ভারতীয় পেসাররা ভাল করেছে। এই উইকেটে ওদের খাটতে দেখতে আমি মুখিয়ে আছি। তবে মনে হয় ওখানে ওরা বাউন্স পেলেও পেতে পারে।

ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজে তেমন কিছু ভাল করতে পারেনি। কিন্তু তবু ওদের বলব, এই উইকেটে দু’জন স্পিনার খেলানোর কথা ভাবো।

আজ টিভিতে

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

চতুর্থ ও শেষ টেস্ট

সন্ধে ৭-০০ (টেন স্পোর্টস)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India West Indies Pacer Sourav ganguly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE