Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অশ্বিনের পরে দেশের সেরা স্পিনার এখন প্রজ্ঞান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজটা প্রত্যাশামতোই জিতেছে ভারত। গোটা সিরিজে প্রত্যেকটা বিভাগে কর্তৃত্ব রেখে গিয়েছে বিরাট কোহালির টিম। এখান থেকে ভারতের জন্য প্রচুর ইতিবাচক দিক উঠে এসেছে। যেগুলো নিয়ে লেগে পড়ে থাকলে অন্য, বেশি শক্তিশালী টিমগুলোর বিরুদ্ধে ম্যাচে ওদের সুবিধে হবে।

প্রজ্ঞান ওঝা। ১৯ রানে তিন উইকেট। মঙ্গলবার দলীপে। ছবি: এএফপি

প্রজ্ঞান ওঝা। ১৯ রানে তিন উইকেট। মঙ্গলবার দলীপে। ছবি: এএফপি

সৌরভ গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ০৩:৫৩
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজটা প্রত্যাশামতোই জিতেছে ভারত। গোটা সিরিজে প্রত্যেকটা বিভাগে কর্তৃত্ব রেখে গিয়েছে বিরাট কোহালির টিম। এখান থেকে ভারতের জন্য প্রচুর ইতিবাচক দিক উঠে এসেছে। যেগুলো নিয়ে লেগে পড়ে থাকলে অন্য, বেশি শক্তিশালী টিমগুলোর বিরুদ্ধে ম্যাচে ওদের সুবিধে হবে।

ছ’নম্বরে ব্যাট হাতে রবিচন্দ্রন অশ্বিনের সাফল্য যেমন একটা ভাল লক্ষণ। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভাল বোলিং আক্রমণের বিরুদ্ধেও যদি ছয়ে নেমে অশ্বিন ভাল ব্যাট করতে পারে, তা হলে পাঁচ বোলারের থিওরি নিয়ে অনেক বেশি বিকল্প থাকবে কোহালি আর অনিল কুম্বলের হাতে।

ঋদ্ধিমান সাহাও সেঞ্চুরি করেছে। আমার নিশ্চিত বিশ্বাস, এটা সবে শুরু। আরও অনেক সেঞ্চুরি আসবে ঋদ্ধির ব্যাট থেকে। ছয়ে অশ্বিন আর সাতে ঋদ্ধি যদি ব্যাট হাতে টিমকে একটা স্বস্তির জায়গা দিতে পারে, তা হলে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সব ম্যাচে টিমের লোয়ার অর্ডার তার দরকারি গভীরতা পেয়ে যাবে। বল হাতে তো নিঃসন্দেহে অশ্বিন দুর্দান্ত করেছে। লোকেশ রাহুল আর এক জন যে ভাল পারফরম্যান্স ধরে রেখেছে। আর দলে নিয়মিত জায়গার দাবি জোরালো ভাবে তুলে দিয়েছে।

ভারতের পেস বোলিং আর একটা জায়গা যার প্রশংসা প্রাপ্য। চোখে পড়ার মতো পারফর্ম করেছে ভারতীয় পেসাররা। যাদের মধ্যে সেরা চোট-আঘাতে বিধ্বস্ত সময় কাটিয়ে দলে ফেরা মহম্মদ শামি। ওর লাইন, লেংথ আর শরীরী ভাষা ভারতের বোলিং বিভাগের খুব ঝকঝকে একটা দিক।

উমেশ যাদবের দিকে খেয়াল রাখা দরকার। ওর প্রচুর সম্ভাবনা। বিরাটকে বলব, ওকে একটু অন্য ভাবে ব্যবহার করো। বিদেশের পরিবেশে ভারতের এক জন দ্বিতীয় স্পিনার দরকার। আমি মনে করি, অশ্বিনের পরে সেরা স্পিনার এখনও প্রজ্ঞান ওঝা। দলীপ ট্রফিতে প্রজ্ঞানের পারফরম্যান্সের দিকে নজর রাখা দরকার। আমার যা মনে হয়, ও ভাল পিচে বল করার মতো স্পিনার। ওকে একটু আত্মবিশ্বাস দিতে হবে।

শেষ টেস্টটা যে বৃষ্টিতে ভেস্তে গেল, তার পিছনে রয়েছে ত্রিনিদাদের কর্তাদের খারাপ পারফরম্যান্স। এক দিনের বৃষ্টিতে কী ভাবে তিন দিনের খেলা ভেস্তে যেতে পারে? মনে হয় এ সব মাঠের উপর কড়া নজর রাখা উচিত আইসিসির। দরকারে ওদের নোটিশ দেওয়া উচিত, যাতে এ রকম ঘটনা আবার না হয়। সেটা ত্রিনিদাদ হোক বা বিশ্বের অন্য কোনও মাঠ।

আর একটা ব্যাপার। ক্যারিবিয়ান ক্রিকেটের রোম্যান্সকে যদি সুস্থ ভাবে বাঁচিয়ে রাখতে হয়, তা হলে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে আরও পেশাদার হতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pragyan Ojha Sourav Ganguly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE