Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অসাধারণ শুরু, তবুও পৃথ্বীর টেকনিক নিয়ে প্রাক্তনেরা এখন দু’ভাগ

অভিষেকেই সেঞ্চুরি করে ভারতীয় টেস্ট ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম পৃথ্বী শ। শুধু দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করাই নয়, যে ভাবে পৃথ্বী রাজকোটে ব্যাটিং করেছেন তা আলাদা ভাবে নজর কেড়েছে।

 চর্চা: রান পেলেও পৃথ্বীর টেকনিক নিয়ে প্রশ্ন। ফাইল চিত্র

চর্চা: রান পেলেও পৃথ্বীর টেকনিক নিয়ে প্রশ্ন। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ০৪:১৩
Share: Save:

অভিষেকেই সেঞ্চুরি করে ভারতীয় টেস্ট ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম পৃথ্বী শ। শুধু দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করাই নয়, যে ভাবে পৃথ্বী রাজকোটে ব্যাটিং করেছেন তা আলাদা ভাবে নজর কেড়েছে। অনেকে মনে করছেন পৃথ্বী ‘লম্বা রেসের ঘোড়া’। তবে, তাঁর ব্যাটিংয়ে আগ্রাসন, টেকনিক নিয়ে দু’ভাগ প্রাক্তন ক্রিকেটারেরা।

কেউ কেউ মনে করছেন দীর্ঘ কেরিয়ারের জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মাঠে সাফল্য পেতে হবে পৃথ্বীকে। সেই লক্ষ্যে পৃথ্বীকে টেকনিক বদল করতে হবে। আবার কোনও কোনও প্রাক্তন ক্রিকেটারের মতে, পৃথ্বীর টেকনিক বদল করলে হিতে বিপরীত হতে পারে।

ব্যাকফুটে পৃথ্বীর সাবলীল শট দেখে অনেকে তাঁর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডার কার্ল হুপারের মিল খুঁজে পেয়েছেন। সেই হুপার নিজেও মনে করছেন যে এই টেকনিকে পৃথ্বীর আগ্রাসী ব্যাটিং ১৮ বছর বয়সি ব্যাটসম্যানের পরীক্ষা কঠিন করে দিতে পারে বিদেশে। আগামী মাস থেকেই আবার ভারতের সফর শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায়।

সংবাদসংস্থা পিটিআইকে হুপার বলেছেন, ‘‘পৃথ্বীকে দেখে খুব প্রতিভাবান মনে হচ্ছে। তবে শরীর থেকে দূরে শট মারার একটা প্রবণতা আছে ওর। বোঝাই যাচ্ছে, ও ব্যাকফুটে খেলতে ভালবাসে, স্কোয়ার অব দ্য উইকেট খেলে। রাজকোটে এই ব্যাপারটা কাজে লেগে গেলেও ওর ব্যাট আর প্যাডের মাঝখানে এত ফাঁক থাকলে কিন্তু অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডে সমস্যা হতে পারে।’’

তবে প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়ার মত ভিন্ন। তিনিও মনে করেন পৃথ্বীর ব্যাট-প্যাডের ফাঁক কমানো উচিত, পাশাপাশি অবশ্য তাঁর মত, বীরেন্দ্র সহবাগের মতো তারকার ক্ষেত্রে যদি ক্রিকেটের কপিবুক মেনে না খেলার ব্যাপারটা কাজ করতে পারে, পৃথ্বীর ক্ষেত্রেও একই ঘটনা হওয়া সম্ভব। ‘‘কয়েকটা ব্যাপারে পৃথ্বী যদি আরও নজর দেয়, ভাল হবে। তার মধ্যে একটা হল ওর ট্রিগার মুভমেন্ট। আইপিএলে ওকে যেমন দেখেছি, তার চেয়ে এখন সেটা আরও ভাল হয়েছে। নিশ্চয়ই এটা নিয়ে খাটছে। আমি এটা নিয়ে চিন্তিত নই, দারুণ ভাবে শুরু করেছে,’’ বলেন আকাশ চোপড়া। তিনি আরও মনে করেন, ‘‘যদি পৃথ্বী অস্ট্রেলিয়াতে ভাল পারফর্ম নাও করতে পারে, তা হলে মাথায় রাখতে হবে, অনেক ক্রিকেটারই কিন্তু প্রথমে অস্ট্রেলিয়া সফরে গিয়ে সাফল্য পায়নি।’’

আরও পড়ুন: ইলেভেন ও’ক্লক হাত আর নতুন বলে প্র্যাক্টিসে রাজ রাজকোটে

অস্ট্রেলিয়ায় মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডের বিরুদ্ধে ব্যাট করার সময় নিজের আগ্রাসনকে একটু দমানোর প্রয়োজন রয়েছে পৃথ্বীর বলেও মনে করেন আকাশ। কারণ অস্ট্রেলিয়ায় বল ইংল্যান্ডের মতো না হলেও সুইং করবে। ‘‘অস্ট্রেলিয়ায় সুইং থাকবে। কোকাবুরা বলের ইনিংসের প্রথম দিকে সুইং করার একটা প্রবণতা থাকে। এই পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করবে স্টার্ক ও হ্যাজলউড। তাই টেকনিক আরও জমাট হলে ভাল। তা বলে টেকনিকে খুব বেশি বদল করার পরামর্শ একেবারেই দেব না। ব্যাকফুটে খেলা নিয়ে ওকে একটু সতর্ক ভাবে এগোতে হবে।’’

পৃথ্বীকে খুব কাছ থেকে দেখা মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেটের বড় নাম অমল মুজুমদার, যাঁর নামের পাশে ১১০০০ প্রথম শ্রেণির রান রয়েছে। তিনি আবার পৃথ্বীর টেকনিকে বদল আনার পক্ষপাতী নন। অমল বলেন, ‘‘আগেভাগেই পৃথ্বীর টেকনিক নিয়ে মন্তব্য না করে দেখাই যাক না ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ও কেমন খেলে। আমার মনে হয় না, পৃথ্বীর টেকনিকে বদল আনার খুব প্রয়োজন রয়েছে। প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব একটা স্টাইল থাকে। পৃথ্বীর স্টাইল আগ্রাসী। অন দ্য রাইজ খেলা। ওর সেটাই করে যাওয়া উচিত। টেকনিকের দিক থেকে সব সময় সঠিক হওয়া যায় না। টেকনিকে অতিরিক্ত নির্ভর করাও ঠিক নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE