Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Badminton

জাপান ওপেনে দ্বিতীয় রাউন্ডেই বিদায় সিন্ধুর, শেষ আটে শ্রীকান্ত

জাপান ওপেনের দ্বিতীয় রাউন্ডে বিদায় নিলেন সিন্ধু। কিদাম্বি শ্রীকান্ত অবশ্য পৌঁছে গেলেন শেষ আটে। পুরুষদের সিঙ্গলসে বিদায় নিলেন প্রণয়ও।

সিন্ধুর পরাজয়ের নেপথ্যে কি ক্লান্তি, উঠছে প্রশ্ন। ছবি: পিটিআই।

সিন্ধুর পরাজয়ের নেপথ্যে কি ক্লান্তি, উঠছে প্রশ্ন। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৭
Share: Save:

জাপান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন পিভি সিন্ধু। যা অঘটন হিসেবেই চিহ্নিত হচ্ছে। তবে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন কিদাম্বি শ্রীকান্ত।

বৃহস্পতিবার মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে চিনের গাও ফাংজিয়ের কাছে এক ঘন্টারও কমে হারেন সিন্ধু। বিশ্বের ১৪ নম্বর গাও ৫৫ মিনিটের মধ্যে জেতেন ২১-১৮, ২১-১৯ ফলে। এক বছরের মধ্যে কোনও প্রতিযোগিতায় এত তাড়াতাড়ি হারেননি সিন্ধু। শেষবার গত অক্টোবরে ডেনমার্ক ওপেনের প্রথম রাউন্ডে হেরেছিলেন তিনি।

গত মাসেই ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে মহিলাদের সিঙ্গলসে রুপো পেয়েছিলেন সিন্ধু। চলতি বছর অবশ্য ফাইনালে আগেও হেরেছেন তিনি। আর এই প্রতিযোগিতায় তো দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেলেন তিনি।

আরও পড়ুন: এশিয়া কাপে কোহালির অভাব অনুভব করবে ভারত, বললেন জাহির আব্বাস

আরও পড়ুন: কাউকে আঘাত করতে চাইনি, ক্ষমা চাইলেন টুটু​

বিশ্বের প্রাক্তন এক নম্বর শ্রীকান্ত আবার সহজেই উঠলেন কোয়ার্টার ফাইনালে। তিনি ২১-১৫, ২১-১৪ হারালেন হংকংয়ের ও‌য়োং ওয়িং কি ভিনসেন্টকে। সপ্তম বাছাই শ্রীকান্তের সামনে এবার কোরিয়ার লি ডং কেয়ুন। তবে পুরুষদের সিঙ্গলসে হেরে গেলেন আর এক ভারতীয়, এইচএস প্রণয়।

(খেলার দুনিয়া নিয়ে বাংলায় খবর পড়তে চোখ রাখুন আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Badminton PV SIndhu Kidambi Srikanth
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE