Advertisement
২৩ এপ্রিল ২০২৪

মাঠে বসে বার্সার জয় দেখে দ্রাবিড়: মেসিই বিশ্বসেরা

দশ জনে খেলেও দিয়েগো সিমিয়োনের ফুটবলাররা ৮৫ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল বার্সাকে। আর দু’দলের সমানে-সমানে টক্করে আর্নেস্তো ভালভার্দের ত্রাতা হয়ে উঠলেন সেই মেসি আর লুইস সুয়ারেস।

সম্মান: দ্রাবিড়কে বার্সা প্রেসিডেন্টের অভিনব উপহার। শনিবার। টুইটার

সম্মান: দ্রাবিড়কে বার্সা প্রেসিডেন্টের অভিনব উপহার। শনিবার। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৯ ০৩:৫০
Share: Save:

ক্যাম্প ন্যুতে আতলেতিকো দে মাদ্রিদ এসেছিল একটাই স্বপ্ন নিয়ে। যদি কোনও ভাবে লিয়োনেল মেসির বার্সেলোনাকে হারানো যায় তা হলে তাদের লা লিগা জয়ের ক্ষীণ একটা সম্ভাবনা অন্তত তৈরি হবে। কিন্তু তাদের সে আশায় জল ঢেলে দিলেন দিয়েগো কোস্তা। অকারণে অশ্রাব্য ভাষায় রেফারিকে আক্রমণ করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে গিয়ে।

দশ জনে খেলেও দিয়েগো সিমিয়োনের ফুটবলাররা ৮৫ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল বার্সাকে। আর দু’দলের সমানে-সমানে টক্করে আর্নেস্তো ভালভার্দের ত্রাতা হয়ে উঠলেন সেই মেসি আর লুইস সুয়ারেস। ১ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে দু’টি গোল। যা মেসিদের লা লিগা জয় কার্যত নিশ্চিত করে দিল।

ক্যাম্প ন্যুতে বসে মেসিদের এই ম্যাচ দেখলেন দুই বিশেষ অতিথি।

একজনের উপস্থিতি প্রত্যাশিত। তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার। বুধবারই চ্যাম্পিয়ন্স লিগে বার্সা বনাম ম্যান ইউ কোয়ার্টার ফাইনাল। নিশ্চয়ই রণকৌশল ধারালো করতেই একেবারে সরাসরি স্পেনে উড়ে খেলা দেখে এলেন তিনি। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে গ্যালারিতে সহকারী মাইক ফেলানকে নিয়ে বসে থাকা তাঁর হাসি মুখের ছবি ভাইরাল হতেই সেখানে অনেকে লিখলেন, ‘‘নিশ্চয়ই মেসি, সুয়ারেস গোল করার আগে এই ছবি তোলা। না হলে তিনি হাসবেন কেন?’’

দ্বিতীয় বিশেষ অতিথি কিন্তু ফুটবলের কেউ নয়। তিনি ক্রিকেটার। ভারতের প্রাক্তন তারকা রাহুল দ্রাবিড়। ম্যাচের পরে বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে ছবি তুললেন দ্রাবিড়। বার্সা-প্রেসিডেন্ট ভারতের প্রাক্তন অধিনায়ককে দিলেন তাঁর ক্লাবের জার্সি। সেখানে আবার দ্রাবিড়ের নাম লেখা। আপ্লুত দ্রাবিড় বললেন, ‘‘এটা আমার কাছে বিরাট সম্মান। চিরকাল ক্যাম্প ন্যুতে বসে ফুটবল ম্যাচ দেখার স্বপ্ন মনের মধ্যে ছিল। দেখলাম এখানে পরিবেশ সত্যিই রোমাঞ্চকর। তার উপর মেসি, সুয়ারেসদের খেলা মাঠে বসে দেখার অভিজ্ঞতা আমার কাছে অবিশ্বাস্য।’’

আপাদমস্তক মেসির ভক্ত দ্রাবিড়। ক্যাম্প ন্যু তাঁকে খালি হাতে ফেরায়নি। আর্জেন্টাইন কিংবদন্তির সৌজন্যেই জিতেছে বার্সা। মেসি যথারীতি অসাধারণ গোল করেছেন। মোহিত দ্রাবিড় যা দেখে বললেন, ‘‘মেসি এক অবিশ্বাস্য প্রতিভা। ওর খেলা দেখাও বিরল অভিজ্ঞতা। বল নিয়ে অবিশ্বাস্য যা যা করে সেটা তো আছেই। সঙ্গে বল ছাড়া ওর খেলাও দেখার মতো ব্যাপার। আর যে ভাবে নিজের জন্য ফাঁকা জায়গা খুঁজে নেয় সেটাও। আমার তো মনে হয় না, বিশ্বে ওর থেকে ভাল ফুটবলার কখনও এসেছে বলে!’’

বার্সার ছাব্বিশ বার লিগ জেতা প্রায় নিশ্চিত করার পাশাপাশি নজিরও গড়ে ফেললেন মেসি। এই নিয়ে ৩৩৫ বার তিনি বার্সার জয়ে মাঠে থাকলেন। আগের রেকর্ড ইকার কাসিয়াসের। মেসি নিজে বলেছিলেন, ‘রেকর্ডের কথা ছাড়ুন। ওই ট্রফিটাই আসল। ভারী সুন্দর ওটা।’ ‘ওই ট্রফি’ মানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ‘সুন্দর ট্রফির’ লক্ষ্যে বুধবার তাঁরা ওল্ড ট্র্যাফোর্ডে নামবেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে হারাতে। যে ম্যাচ নিয়ে মেসিদের ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে বলছেন, ‘‘আমরা কিন্তু কখনও ওল্ড ট্র্যাফোর্ডে ম্যান ইউকে হারাতে পারিনি। এটাই প্রমাণ করে ওরা কত বড় দল।’’ ‘কত বড় দল’ তার ব্যাখ্যাও করলেন এই ম্যানেজার, ‘‘ওরা কৌশলগত ভাবে ভাল। ওদের ফুটবলারদের শরীরের গঠন দারুণ। হালফিলে হারলেও দারুণ ছন্দে আছে। আমি নিশ্চিত আমাদের মধ্যে একটা ধ্রুপদী ম্যাচ হতে যাচ্ছে।’’

ভালভার্দের মুখে ম্যান ইউয়ের স্তুতি। আর ‘দ্য রেড ডেভিলসে’র নয়াগুরুর মুখে মেসির। ‘‘সবাই বলছেন, বার্সার বিরুদ্ধে ভাল কিছু করতে আমাদের কোন কোন জায়গা পোক্ত করতে হবে। আমি বলেছি, আমার কোনও মেসি নেই। থাকলে একটা জায়গা নিয়ে ভাবতাম না।’’

লা লিগা প্রায় মুঠোয়। মেসিদের উৎকণ্ঠা এখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে। ম্যান ইউয়ের সামনে অঘটন ঘটানোর সুযোগ। এ হেন মহারণ নিয়ে আগ্রহ তুঙ্গে। রাহুল দ্রাবিড় পর্যন্ত জানাচ্ছেন, এই ম্যাচ নিয়ে তিনিও ভাবছেন। নিশ্চয়ই তাঁর পছন্দের ফুটবলার মেসির জন্যই ভাবছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rahul Dravid Football Barcelona Atletico Madrid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE