Advertisement
১৬ এপ্রিল ২০২৪

চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে রাজস্থানই, বলছেন ওয়ার্ন

বুধবার ফেসবুক লাইভে ওয়ার্ন বলেন, ‘‘এ বার আইপিএলে গোলাপি ঝড় উঠবে। রাজস্থান শুরু থেকেই গোলাপি জার্সি পরে নামছে। আমরাই ট্রফি তুলব। আর এ বারের প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হবে সঞ্জু স্যামসন।’’

আত্মবিশ্বাসী: আইপিএলে ওয়ার্নের বাজি সঞ্জু স্যামসন। টুইটার

আত্মবিশ্বাসী: আইপিএলে ওয়ার্নের বাজি সঞ্জু স্যামসন। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০৪:৪৬
Share: Save:

আসন্ন আইপিএলে কে চ্যাম্পিয়ন হবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিলেন শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই স্পিনার মনে করেন, এ বার ট্রফি উঠবে রাজস্থান রয়্যালসের ঘরে। তবে তিনি এও বলে দিয়েছেন, রাজস্থানকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স।

বুধবার ফেসবুক লাইভে ওয়ার্ন বলেন, ‘‘এ বার আইপিএলে গোলাপি ঝড় উঠবে। রাজস্থান শুরু থেকেই গোলাপি জার্সি পরে নামছে। আমরাই ট্রফি তুলব। আর এ বারের প্রতিযোগিতার সেরা ক্রিকেটার হবে সঞ্জু স্যামসন।’’ কেন স্যামসনকে আইপিএলের সেরা ক্রিকেটার হিসেবে বেছে নিচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘সঞ্জু গত কয়েকটা আইপিএলেই ওর ফর্মের ঝলক দেখিয়েছে। সেঞ্চুরি করেছে, গত বছর ৯০ রানের একটা ইনিংস খেলেছিল। এই বছর আমি ওর থেকে ধারাবাহিকতা আশা করছি। আরও একটা কথা বলে দিতে চাই। এক বছরের মধ্যে সঞ্জু কিন্তু তিন ফর্ম্যাটের ক্রিকেটেই ভারতের প্রতিনিধিত্ব করবে।’’

রাজস্থানের আরও দু’জন ক্রিকেটারের ওপর বাজি ধরছেন ওয়ার্ন। এক জন, জোফ্রা আর্চার। অন্য জন অ্যাশটন টার্নার। অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটসম্যান টার্নারকে এ বার নিলামে কিনেছে রাজস্থান। কেন বেছেছিলেন অস্ট্রেলিয়ার এই তরুণকে? ওয়ার্ন বলেছেন, ‘‘দিমিত্রি মাসকারেনহাস আমাকে প্রথম টার্নারের কথা বলে। তার পরে ওকে বিগ ব্যাশে দেখে বুঝি, ছেলেটার মধ্যে মশলা আছে। তখনই রাজস্থানকে বলেছিলাম, ছেলেটাকে যদি নেওয়া যায়। এখন তো আন্তর্জাতিক ক্রিকেটেও দারুণ ভাবে নিজেকে মেলে ধরল টার্নার। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ও অবশ্যই থাকবে।’’

পাশাপাশি ওয়ার্ন এও মনে করেন, রাজস্থানের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির নাম হবে জোফ্রা আর্চার। কেন? ওয়ার্নের ব্যাখ্যা, ‘‘রাজস্থানে বেশ কয়েক জন ভাল বোলার আছে। বেন স্টোকস আছে, এস জে (শ্রেয়াস গোপাল), কে জে (কৃষ্ণাপ্পা গৌতম)— দু’জন ভাল স্পিনার আছে। কিন্তু তাও মনে হয়, আর্চারই সব চেয়ে বেশি উইকেট পাবে।’’

ভক্তদের প্রশ্নে উঠে এসেছে বিরাট কোহালি প্রসঙ্গও। ভারত অধিনায়ককে নিয়ে আপ্লুত ওয়ার্ন বলেছেন, ‘‘ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের দুই সেরা ব্যাটসম্যানের কথা বলতে হলে কোহালি এবং ভিভিয়ান রিচার্ডসের কথা বলব। দু’জনেই অসাধারণ। বিরাট আবার রান তাড়া করার ব্যাপারে তুলনাহীন। তবুও দু’জনের মধ্যে কাউকে এগিয়ে বা পিছিয়ে রাখতে পারছি না। আরও ভাবতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket IPL 11 Rajasthan Royals Shane warne
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE