Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গড়াপেটা কাণ্ডে ফের নাম উঠল রণতুঙ্গা-ডি’সিলভার

দলীপ মেন্ডিসদের দেশের এই প্রাক্তন ক্রিকেট প্রশাসক এ দিন বলেন, ‘‘ম্যাচ গড়াপেটা কাণ্ডে প্রথম নাম উঠেছিল অর্জুন রণতুঙ্গা এবং অরবিন্দ ডি’সিলভার। দু’জনেই ‘গুপ্তা’ নামে উপমহাদেশের জনৈক এক ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার মার্কিন ডলার নিয়েছিলেন।’’ এ দিন উত্তর-মধ্য শ্রীলঙ্কার শহরতলী অনুরাধাপুরায় সাংবাদিকদের সামনে সুমতিপালার এই মন্তব্যের পরে শোরগোল পড়ে গিয়েছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট মহলে।

কাঠগড়ায়: প্রাক্তন বোর্ডকর্তার অভিযোগের তিরে বিদ্ধ দুই তারকা।

কাঠগড়ায়: প্রাক্তন বোর্ডকর্তার অভিযোগের তিরে বিদ্ধ দুই তারকা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০৩:২৬
Share: Save:

ফের ম্যাচ গড়াপেটার কালো মেঘ শ্রীলঙ্কা ক্রিকেটে। এ বার ফের ১৯৯৬ সালে বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা অধিনায়ক অর্জুন রণতুঙ্গা এবং অরবিন্দ ডি’সিলভার বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ আনলেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট থিলঙ্গা সুমতিপালা।

রবিবার দ্বীপরাষ্ট্রের এই প্রাক্তন ক্রিকেট প্রশাসক অভিযোগ করেন, রণতুঙ্গা এবং অরবিন্দ ডি’সিলভা-ই হলেন শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার, যাঁদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে।

এ দিন সাংবাদিকদের ঠিক কী বলেছেন সুমতিপালা?

দলীপ মেন্ডিসদের দেশের এই প্রাক্তন ক্রিকেট প্রশাসক এ দিন বলেন, ‘‘ম্যাচ গড়াপেটা কাণ্ডে প্রথম নাম উঠেছিল অর্জুন রণতুঙ্গা এবং অরবিন্দ ডি’সিলভার। দু’জনেই ‘গুপ্তা’ নামে উপমহাদেশের জনৈক এক ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার মার্কিন ডলার নিয়েছিলেন।’’ এ দিন উত্তর-মধ্য শ্রীলঙ্কার শহরতলী অনুরাধাপুরায় সাংবাদিকদের সামনে সুমতিপালার এই মন্তব্যের পরে শোরগোল পড়ে গিয়েছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট মহলে।

তবে দু’জনের বিরুদ্ধে অভিযোগ তুলেই থেমে যাননি সুমতিপালা। তিনি আরও বলেন, অভিযুক্ত এই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া না চালানোর জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক সময় কড়া সমালোচনার মুখে পড়েছিল। এমনিতেই শ্রীলঙ্কায় ক্রিকেটে রণতুঙ্গা এবং সুমতিপালার সম্পর্ক অত্যন্ত তিক্ত। দু’জনেই একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন অতীতে। রণতুঙ্গা এই মুহূর্তে শ্রীলঙ্কা সরকারের মন্ত্রীসভায় রয়েছেন। অতীতে তিনি অভিযোগ করেছিলেন সুমতিপালার পরিবার বুকিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেন। রণতুঙ্গার মতে, শ্রীলঙ্কা ক্রিকেটের মান মুখ থুবড়ে পড়ার একটা বড় কারণ, সুমতিপালার জমানায় দুর্নীতিগ্রস্ত ক্রিকেট প্রশাসন। রণতুঙ্গার ভাই নিশান্ত দু’মাস আগে ৩০ মে সুমতিপালার বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন। সেখানে তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে সুমতিপালার ফের নির্বাচিত হওয়ার ব্যাপারে স্থগিতাদেশ জারি করেন। ফলে পিছিয়ে যায়, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাচন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে আসীন হওয়ার ব্যাপারে সুমতিপালার অন্যতম প্রতিদ্বন্দ্বী নিশান্ত। সুমতিপালার এই অভিযোগের পরে রণতুঙ্গা বা অরবিন্দ ডি’সিলভা কেউ প্রচারমাধ্যমের কাছে কোনও প্রতিক্রিয়া দেননি।

তবে এর আগেও এই দু’জনের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন সুমতিপালা। তখন রণতুঙ্গা শ্রীলঙ্কার সংসদে বলেছিলেন, ‘‘ইন্টারপোল এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে আমাদের নির্দোষ বলেছে।’’ যদিও সেই মন্তব্যকেও চ্যালেঞ্জ করে সুমতিপালা তখন বলেছিলেন, ‘‘পুরো মিথ্যা সাফাই দিয়েছেন অর্জুন রণতুঙ্গা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE