Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Ranji Trophy

রঞ্জিতে সরফরাজের দুরন্ত ট্রিপল সেঞ্চুরি

গত দু’দিন জ্বরে ভুগছিলেন সরফরাজ। একটা সময় তো তাঁর ব্যাট করারই কথা ছিল না।

উচ্ছ্বাস: ট্রিপল সেঞ্চুরি করার পরে সরফরাজ। বুধবার। পিটিআই

উচ্ছ্বাস: ট্রিপল সেঞ্চুরি করার পরে সরফরাজ। বুধবার। পিটিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ০৩:৪২
Share: Save:

দারুণ প্রতিশ্রুতি জাগিয়ে শুরু করলেও মাঝখানে প্রায় হারিয়েই গিয়েছিলেন সরফরাজ খান। রঞ্জি ট্রফিতে দুরন্ত ট্রিপল সেঞ্চুরি করে আবার ফিরে এলেন মুম্বইয়ের এই ব্যাটসম্যান। সরফরাজের অপরাজিত ৩০১ রানের দৌলতে উত্তরপ্রদেশের বিশাল রান (৬২৫-৮ ডি.) টপকে যায় মুম্বই। পেয়ে যায় তিন পয়েন্ট। প্রথম ইনিংসে মুম্বইয়ের স্কোর ৬৮৮-৭ ডি.।

গত দু’দিন জ্বরে ভুগছিলেন সরফরাজ। একটা সময় তো তাঁর ব্যাট করারই কথা ছিল না। কিন্তু ম্যাচের পরে সরফরাজ বলেছেন, ‘‘পরে মনে হল, আমি যদি পুরো সময় খেলতে পারি, তা হলে ম্যাচের রং বদলে দিতে পারব।’’ রঞ্জি ট্রফিতে করুণ নায়ারের পরে তিনি হলেন দ্বিতীয় ব্যাটসম্যান, যিনি ছ’নম্বরে নেমে ট্রিপল সেঞ্চুরি করলেন। মুম্বইয়ের হয়ে শেষ ত্রিশত রান এসেছিল রোহিত শর্মার ব্যাটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ranji Trophy Sarfaraz Khan Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE