Advertisement
২৪ এপ্রিল ২০২৪

শাস্ত্রীর ইঙ্গিত, বিশ্বকাপে যেতে পারেন খলিল

চার নম্বের অম্বাতি রায়ডুর সাফল্য এবং উঠতি বাঁ হাতি পেসার হিসেবে খলিল আমেদের আবির্ভাবই ৩-১ জেতা সিরিজের সব চেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন রবি শাস্ত্রী।

উৎসাহ: নবাগত খলিলকে নিয়ে আশাবাদী কোচ শাস্ত্রী। ফাইল চিত্র

উৎসাহ: নবাগত খলিলকে নিয়ে আশাবাদী কোচ শাস্ত্রী। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৮ ০৩:৪৭
Share: Save:

চার নম্বের অম্বাতি রায়ডুর সাফল্য এবং উঠতি বাঁ হাতি পেসার হিসেবে খলিল আমেদের আবির্ভাবই ৩-১ জেতা সিরিজের সব চেয়ে বড় প্রাপ্তি বলে মনে করছেন রবি শাস্ত্রী। ভারতীয় দলের কোচ বলছেন, ‘‘আমি রায়ডুকে নিয়ে খুশি। দু’বছর পরে দলে ফিরে নিজেকে প্রমাণ করাটা মোটেও সহজ নয়। রায়ডু সেটা করেছে।’’

এখানেই না থেমে শাস্ত্রীর ব্যাখ্যা, ‘‘অনেক সময়েই মনে হতে পারে, পুরোপুরি আক্রমণে যাব নাকি ধরে খেলব। সঠিক মানসিকতা আনাটাই কঠিন কারণ দু’একটি ম্যাচে খারাপ করলে দলে জায়গা হারানোর ভয় থাকে। সে দিক দিয়ে রায়ডুর পারফরম্যান্সকে দারুণ বলতেই হবে।’’ ম্যাচের পরে সম্প্রচারকারী চ্যানেলকে সাক্ষাৎকার দিতে এসে শাস্ত্রী আরও বলেন, ‘‘রায়ডু খুব ভাল চাপ সামলেছে। শেষ ম্যাচে দারুণ ব্যাট করেছে।’’

খলিলকে নিয়ে অধিনায়ক বিরাট কোহালির মতোই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শাস্ত্রীকে। অধিনায়ক বলেন, ‘‘তৃতীয় সিমার হিসেবে খলিল অসাধারণ বল করেছে। ঈশ্বর না করেন, কিন্তু বুমরা বা ভুবনেশ্বরের যদি কিছু হয়ে যায়, তা হলে খলিল থাকছে।’’ কোহালির কথায় ইঙ্গিত যে, নবাগত বাঁ হাতি পেসারকে বিশ্বকাপের দলে দেখতে পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কোচের কথাতেও সেই ইঙ্গিত। ‘‘বাঁ হাতি পেসার খুবই দরকার। খলিল সবে এসেছে, নিশ্চয়ই ওকে আরও অনেক পরিশ্রম করতে হবে। কিন্তু ওর মধ্যে আগ্রাসন আছে, বৈচিত্র আছে। শুধু বলে আর একটু জোর বাড়াতে হবে। তা হলেই ও অনেক উন্নত বোলার হয়ে উঠবে,’’ বলেছেন শাস্ত্রী।

দেশের মাঠে টানা ষষ্ঠ ওয়ান ডে সিরিজ জিতল কোহালি-শাস্ত্রীর ভারত। বিদেশের মাঠে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারলেও ওয়ান ডে-তে জিতেছিল। ইংল্যান্ডে অবশ্য টেস্ট এবং ওয়ান ডে দু’টো সিরিজই হেরেছেন কোহালিরা। তবে জিতেছিলেন টি-টোয়েন্টি সিরিজে। শাস্ত্রী মনে করছেন, দল সঠিক রাস্তাতেই এগোচ্ছে। একই সঙ্গে বলতে ছাড়েননি যে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে প্রত্যাশার চেয়ে অনেক খারাপ দেখিয়েছে দলকে। ‘‘মাঝেমধ্যে ঘুম থেকে জাগিয়ে তোলার সংকেতটাও দরকার। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ান ডে-তে দলের পারফরম্যান্স আশা অনুযায়ী হয়নি। তার পর ছেলেরা দ্রুত নিজেদের শুধরে নিয়েছে।’’ ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলের দক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও শাস্ত্রী তাঁদের পাশে দাড়িয়েছেন। জেসন হোল্ডারের দলকে নিয়ে তিনি বলেন, ‘‘ওদের দলে প্রতিভা রয়েছে। সামান্য অভিজ্ঞতা যোগ হলেই ওরা অনেককে সমস্যায় ফেলবে।’’ ক্যারিবিয়ান অধিনায়ক হোল্ডার বলেছেন, এ ভাবে তাঁরা সিরিজ শেষ করতে ছাড়েননি। প্রতিশ্রুতি দেখিয়েও তাঁরা হারিয়ে গেলেন সিরিজ থেকে। তা নিয়ে আফশোস করে হোল্ডারের মন্তব্য, ‘‘আমরা ধারাবাহিকতা দেখাতে পারিনি। তবু ছেলেদের প্রশংসা করতে চাই। ভারতে এসে ভারতকে খেলা সহজ নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE