Advertisement
২০ এপ্রিল ২০২৪

ধোনির বিরুদ্ধে পরীক্ষা অশ্বিনের

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আগের ম্যাচে শেষ ওভারে ১৭ রান তুলে জিতেছে চেন্নাই। সে ম্যাচেই সিএসকে পেয়েছে তাদের নতুন নায়ক স্যাম বিলিংসকে। পাশাপাশি দুই ম্যাচেই চেন্নাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ডোয়েন ব্র্যাভো।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৮ ০৪:৫৬
Share: Save:

প্রত্যাবর্তনের মরসুমে পরপর দুই ম্যাচ জিতে লিগ তালিকায় দু’নম্বরে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। অন্য দিকে পঞ্জাবের জার্সিতে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ জেতার পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারতে হয়েছে আর অশ্বিনকে। রবিবার ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে দলের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে চাইবেন পঞ্জাব অধিনায়ক। অন্য দিকে জয়ের হ্যাটট্রিকই লক্ষ্য ধোনিদের।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আগের ম্যাচে শেষ ওভারে ১৭ রান তুলে জিতেছে চেন্নাই। সে ম্যাচেই সিএসকে পেয়েছে তাদের নতুন নায়ক স্যাম বিলিংসকে। পাশাপাশি দুই ম্যাচেই চেন্নাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ডোয়েন ব্র্যাভো। পঞ্জাবের বিরুদ্ধে এই দুই ক্রিকেটারই হয়ে উঠতে পারেন ধোনির তুরুপের তাস।

ধোনির নেতৃত্বে চলতি মরসুমের ব্যাটিং অর্ডার বদলেছে অম্বাতি রায়ডুর। শেন ওয়াটসনের সঙ্গে ওপেন করতে নেমে দু’ম্যাচেই পাওয়ার প্লে-তে ভাল ব্যাট করেছেন তিনি। তবে উরুতে চোট থাকার কারণে খেলতে দেখা যাবে না সুরেশ রায়নাকে। তাঁর জায়গায় খেলানো হতে পারে মুরলী বিজয় অথবা দিল্লির তরুণ ব্যাটসম্যান ধ্রুব শোরেকে।

আরসিবি-র বিরুদ্ধে গত ম্যাচে হারের মূল কারণ পঞ্জাবের ব্যাটিং বিপর্যয়। মায়াঙ্ক অগ্রবাল, যুবরাজ সিংহরা দু’ম্যাচেই রান করতে ব্যর্থ। তবে কে এল রাহুলের পারফরম্যান্স কিছুটা হলেও স্বস্তি বাড়াবে পঞ্জাব অধিনায়কের। অ্যারন ফিঞ্চ আগের ম্যাচ থেকে দলে ফিরে এসেছেন। এখন চেন্নাইয়ের বিরুদ্ধে ক্রিস গেলকে খেলিয়ে অশ্বিন কোনও চমক দেন কি না, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE