Advertisement
২০ এপ্রিল ২০২৪

রোনাল্ডোকে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরাতে মরিয়া ফান গল

গ্যালারিতে থাকতে চলেছেন কিংবদন্তি ফুটবলার পেলে। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল। হার-জিতের উপর নির্ভর করছে আগামী মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে কি না। কিন্তু সব ভুলে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করাতে মজে লুই ফান গল।

ফান গলের নজর এখন ‘নতুন ট্রফিতে’। ছবি: এএফপি।

ফান গলের নজর এখন ‘নতুন ট্রফিতে’। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৫ ০৪:৪৯
Share: Save:

গ্যালারিতে থাকতে চলেছেন কিংবদন্তি ফুটবলার পেলে। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল। হার-জিতের উপর নির্ভর করছে আগামী মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে কি না। কিন্তু সব ভুলে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করাতে মজে লুই ফান গল।

ঘটনাটা কী? শোনা যাচ্ছে, দলবদলের বাজারে রিয়াল বিক্রি করতে চলেছে। সব কিছু সঠিক পথে এগোলে ফের ওল্ড ট্র্যাফোর্ডে ফিরতে রাজি আছেন রোনাল্ডো, সেই কথা তিনি ঘনিষ্ঠ বন্ধুদের জানিয়ে দিয়েছেন। পরিস্থিতির সুযোগ নিয়ে ফান গল নাকি তৈরি করছেন ৭১.১ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব। এখন থেকেই নাকি রোনাল্ডার এজেন্টের সঙ্গে আগাম কথাবার্তা সেরে নিয়েছেন ফান গল। ক্লাব কর্তাদের জানিয়েও দিয়েছেন ম্যান ইউকে আবার সেরার জায়গায় পৌছতে সিআর সেভেনকে ফেরাতেই হবে। ফান গলের দাবি, বাকি সব ক্লাবগুলো রোনাল্ডোকে সই করানোর দৌড়ে ঢোকার আগেই রোনাল্ডোর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে নেওয়া। জল্পনায় ইন্ধন জুগিয়ে আবার প্রাক্তন বার্সা তারকা রিস্টো স্টয়েচকভ বলেছেন, “মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ বিক্রি করবে রোনাল্ডোকে।”

তবে রোনাল্ডো নয়। ফান গলের চিন্তা হওয়া উচিত রবিবারের লিভারপুল মহারণ, সেই কথাই মানছেন ম্যান ইউর কিংবদন্তি ব্রায়ান রবসন। “অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে ফান গলকে। লিভারপুলে অ্যাওয়েতে গিয়ে খেলা মোটেও সহজ হবে না।” ব্রিটিশ প্রচারমাধ্যমের খবর অনুযায়ী ফান গলের চিন্তা হয়ে দাঁড়িয়েছে অ্যাঞ্জেল দি মারিয়া। মরসুম শুরুতে দুর্দান্ত ফর্মে থাকলেও, গত কয়েক ম্যাচে ভাল খেলতে পারেননি দি মারিয়া। এতটাই খারাপ তাঁর ফর্ম যে টটেনহ্যামের বিরুদ্ধে গত ম্যাচে প্রথম দলে ছিলেন না প্রাক্তন রিয়াল তারকা। রবসন বলেন, “দি মারিয়াকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে ফান গলকে। পরিস্থিতি বুঝে ব্যবহার করতে হবে দি মারিয়াকে।” সঙ্গে তিনি যোগ করেন, “দি মারিয়া খুব ভাল ফুটবলার। সবার ফর্ম উপর নীচ করে মরসুমে। ইংলিশ প্রিমিয়ার লিগে ও মানিয়ে নিতে সময় লাগে। বিদেশী প্লেয়ারদের আরও বেশি সময় লাগে।” ম্যান ইউর প্রাক্তন অধিনায়ক গ্যারি নেভিল মনে করছেন, চতুর্থ পজিশনে শেষ করতে লিভারপুলের বিরুদ্ধে জিততেই হবে। “অ্যানফিল্ডে খেলতে যাওয়া মানে লিভারপুল ফেভারিট। ফুটবলের উপর বেশি সময় নিলে হবে না। এই ম্যাচে জেতা মানেই আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে দলের, ” বলেন নেভিল। সঙ্গে তিনি যোগ করেন, “ম্যান ইউর দলে অনেক ভাল প্রতিভা আছে যারা ম্যাচের ছবি পাল্টাতে পারে। কিন্তু টটেনহ্যাম ম্যাচের মতো খেললে মুশকিলে পড়বে ম্যান ইউ।”

পাশাপাশি আবার গত কয়েক ম্যাচে ধারাবাহিকভাবে জিতে চলেছে লিভারপুল। ব্রেন্ডন রজার্স বলেন, “নয় ম্যাচ বাকি থাকতে লিভারপুল ভাল ফর্মে। দলে আত্মবিশ্বাসের অভাব নেই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ronaldo man utd epl Van Gaal Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE