Advertisement
১৯ এপ্রিল ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগ

কোচ বদল হওয়ার পরে ছন্দে, রিয়ালের পাঁচ গোল

য়ুলেন লোপেতেগি ছাঁটাই হওয়ার পরে সান্তিয়াগো সোলারি দায়িত্ব নিতেই রিয়াল মাদ্রিদ আবার দারুণ ভাবে জয়ের মধ্যে ফিরে এসেছে। কোপা দেল রে, লা লিগার পরে চ্যাম্পিয়ন্স লিগেও বুধবার তারা উড়িয়ে দিল প্লজ়েনকে।

সফল: গোলের পরে গ্যারেথ বেল, টোনি ক্রুসের উচ্ছ্বাস। —ছবি এএফপি।

সফল: গোলের পরে গ্যারেথ বেল, টোনি ক্রুসের উচ্ছ্বাস। —ছবি এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৮ ০৩:৪২
Share: Save:

প্লজ়েন ০ রিয়াল মাদ্রিদ ৫

য়ুলেন লোপেতেগি ছাঁটাই হওয়ার পরে সান্তিয়াগো সোলারি দায়িত্ব নিতেই রিয়াল মাদ্রিদ আবার দারুণ ভাবে জয়ের মধ্যে ফিরে এসেছে। কোপা দেল রে, লা লিগার পরে চ্যাম্পিয়ন্স লিগেও বুধবার তারা উড়িয়ে দিল প্লজ়েনকে। গ্যারেথ বেলরা জিতলেন ৫-০ গোলে। করিম বেঞ্জেমা করলেন দু’টি গোল। গত বারের চ্যাম্পিয়ন ক্লাব বুধবার রাতে প্রথমার্ধেই ৪-০ এগিয়ে যায়। বিস্ময়ের ব্যাপার, রিয়াল দ্বিতীয়ার্ধে একটির বেশি গোল করতে পারেনি।

কোচ হিসেবে এ দিনই চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হল সোলারির। এবং খেলার একেবারে শুরু থেকেই বিপক্ষকে চেপে ধরল রিয়াল। ২০ মিনিটে বেঞ্জেমা দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে প্লজ়েন গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল ঠেলে ১-০ করেন। তিন মিনিট যেতেই কর্নার থেকে হেডে গোল করেন কাসেমিরো। ৩৭ মিনিটে বেঞ্জেমার দ্বিতীয় গোল। বেলের হেড গতি পরিবর্তন করে এসে যায় ফরাসি তারকার কাছে। কেউ মার্ক না করায় সহজেই গোল করে যান বেঞ্জেমা। ৩ মিনিট যেতেই ৪-০ করেন বেল নিজেই। রিয়ালের পঞ্চম গোলটি খেলার ৬৭ মিনিটে। করে যান টোনি ক্রুস।

গ্রুপ জি-তে রিয়াল মাদ্রিদ এখন শীর্ষে রয়েছে। ৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৯। সমান সংখ্যক ম্যাচ খেলে রোমার পয়েন্টও ৯। তবে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তারা এখন দু’ নম্বর। টেবলে তিন ও চারে রয়েছে সিএসকে মস্কো (৪ পয়েন্ট) ও প্লজ়েন (১ পয়েন্ট)। বুধবার রোমা ২-১ গোলে হারিয়েছে সিএসকে মস্কোকে। অন্য দিকে, গ্রুপ ই-তে বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হারিয়েছে এইকে আথেন্সকে। দুটি গোলই করেছেন রবার্ট লেয়নডস্কি। গ্রুপ ই-তে শীর্ষে রয়েছে বায়ার্নই। ৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১০। ৮ পয়েন্ট পেয়ে দু’নম্বরে রয়েছে আয়াখ্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE