Advertisement
১৮ এপ্রিল ২০২৪

লা লিগায় আবার হারে বিধ্বস্ত রিয়াল

দুঃসময় কাটল না রিয়াল মাদ্রিদের। লা লিগায় এ বার লেভান্তের কাছে ১-২ হারল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরনো ক্লাব।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৮ ০৪:৪৭
Share: Save:

দুঃসময় কাটল না রিয়াল মাদ্রিদের। লা লিগায় এ বার লেভান্তের কাছে ১-২ হারল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরনো ক্লাব। তাও নিজেদের মাঠে। শেষ চার ম্যাচের তিনটিতেই হার। শনিবারের হারে রিয়াল টেবলের পাঁচেই থেকে গেল। ৯ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৪।

পরিস্থিতি এমনই যে পরের রবিবার ‘এল ক্লাসিকো’র আগে ম্যানেজার য়ুলেন লোপেতেগি বরখাস্ত হতে পারেন এমন জল্পনাও শোনা গেল। শনিবার সান্তিয়াগো বের্নাবাউয়ে লেভান্তে দু’টি গোলই করে প্রথম পনেরো মিনিটে। জোসে লুই মোরাল (৬ মিনিট) ও রজার মার্তি (১৩ মিনিট)। মার্তির গোল পেনাল্টি থেকে। হারলেও রিয়াল প্রচুর সুযোগ তৈরি করেছিল। অসাধারণ গোলরক্ষা করেন লেভান্তের ওইয়ার ওলজ়াবাল। গোল শেষ পর্যন্ত পান মার্সেলো। ৭২ মিনিটে প্রচণ্ড গতিতে মারা শটে। রিয়াল গোল পেল ৪৮২ মিনিট অপেক্ষার পরে।

রিয়াল মাদ্রিদ ১ লেভান্তে ২

লেভান্তের দু’টি গোলের ক্ষেত্রেই দায়ী রাফায়েল ভারান। প্রথমটির ক্ষেত্রে মোরালকে মার্ক করতে পারেননি। দ্বিতীয়টি হয় ভারান হাতে বল লাগিয়ে বিপক্ষকে পেনাল্টি উপহার দেওয়ায়। রিয়ালের দু’টি গোল বাতিল হয় ভিডিয়ো প্রযুক্তি প্রয়োগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

La Liga Real Madrid Spain Football Footballer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE