Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ক্রাচ ছাড়া এখন হাঁটতেই পারেন না জয়সূর্য?

শ্রীলঙ্কার ৪৮ বছরের প্রাক্তন এই বিধ্বংসী অলরাউন্ডারের যে হাঁটুতে সমস্যা রয়েছে, তা অবশ্য জানা গিয়েছিল বেশ কয়েক দিন আগেই। কিন্তু সেই অসুস্থতা যে এতটা, তার কোনও খবর সামনে আসেনি। সম্প্রতি একটি টুইট সামনে আসার পর শুরু হয়ে যায় জল্পনা।

জয়সূর্যর এই ছবিই টুইট করা হয়েছে।

জয়সূর্যর এই ছবিই টুইট করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৮ ১৪:৪৫
Share: Save:

দেশবন্ধু সনত্ তেরান জয়সূর্য। ক্রিকেটবিশ্ব অবশ্য তাঁকে চেনে সনত্ জয়সূর্য নামেই। তাঁর হাত ধরেই পাওয়ার হিটিংয়ে বিপ্লব এসেছে বলে মনে করেন ক্রিকেট মহলের একটা বড় অংশ। এক সময়ের বোলারদের ত্রাস জয়সূর্য এখন নাকি ক্রাচ ছাড়া হাঁটতেই পারেন না। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অন্তত তেমনটাই দাবি করছে।

শ্রীলঙ্কার ৪৮ বছরের প্রাক্তন এই বিধ্বংসী অলরাউন্ডারের যে হাঁটুতে সমস্যা রয়েছে, তা অবশ্য জানা গিয়েছিল বেশ কয়েক দিন আগেই। কিন্তু সেই অসুস্থতা যে এতটা, তার কোনও খবর সামনে আসেনি। সম্প্রতি একটি টুইট সামনে আসার পর শুরু হয়ে যায় জল্পনা।

টুইটে ক্রাচ-সহ জয়সূর্যর ছবি পোস্ট করে লেখা হয়, “শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক সনত্ জয়সূর্যের অবস্থা এখন এরকমই। হাঁটুর মারাত্মক সমস্যায় ভুগছেন তিনি। ক্রাচ ছাড়া হাঁটতেও পারেন না।”

বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, শীঘ্রই চিকিত্সার জন্য মেলবোর্ন যাবেন তিনি। সুস্থ হতে লাগতে পারে বেশ কয়েক মাস।

আরও পড়ুন: আবার বিয়ে করলেন ইমরান খান?

যদিও এই টুইট নিয়ে শ্রীলঙ্কা বোর্ড বা জয়সূর্যের পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। ফলে এই খবরের সত্যতা কতটা, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sanath Jayasuriya সনত্ জয়সূর্য
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE