Advertisement
২০ এপ্রিল ২০২৪

ঋষভের আউটেই ঘুরল ম্যাচ, বললেন কোহালি

ঋষভের প্রশংসা করে এ দিন সাংবাদিকদের ধওয়ন বলেন, ‘‘আমরা তো আগেও এখানে খেলেছি। অভিজ্ঞতা আছে। কিন্তু ঋষভ প্রথম এই মাঠে নেমে যা ব্যাটিং করল, তা অসাধারণ। এই অভিজ্ঞতা ওর কাছে খুব গুরুত্বপূর্ণ।’’ 

ছন্দে: ব্রিসবেনে প্রথম ম্যাচেই ধওয়নের ৪২ বলে ৭৬। এএফপি

ছন্দে: ব্রিসবেনে প্রথম ম্যাচেই ধওয়নের ৪২ বলে ৭৬। এএফপি

নিজস্ব প্রতিবেদন 
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০৩:১৩
Share: Save:

ব্যাটিং ও ফিল্ডিংয়ে ভুলই যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুই দলের মধ্যে তফাত গড়ে দিল, তা স্বীকার করছে ভারতীয় শিবির। অধিনায়ক বিরাট কোহালি যেখানে বলছেন, ঋষভ পন্থ আউট হয়ে গিয়েই জয় থেকে দূরে সরে গেলেন তাঁরা, তেমন ওপেনার শিখর ধওয়ন বলেন, ক্যাচ ফস্কে, রান আউটের সুযোগ নষ্ট করে ও অতিরিক্ত রান দিয়েই হারলেন তাঁরা। তবে এই হার থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা দুই ভারতীয় তারকার মুখেই।

বুধবার ম্যাচের পরে বিরাট বলেন, ‘‘খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুর্দান্ত ম্যাচ। সমর্থকেরা তো এমন ম্যাচ দেখতেই আসেন মাঠে। ব্যাটিংয়ে শুরুটা ভাল করলেও মাঝের ওভারগুলোতে আমরা সমস্যায় পড়ে যাই। শেষ দিকে মনে হচ্ছিল ঋষভ ও কার্তিক জিতিয়ে দেবে। কিন্তু ঋষভের আউটেই ছবিটা ফের বদলে যায়।’’

ঋষভের প্রশংসা করে এ দিন সাংবাদিকদের ধওয়ন বলেন, ‘‘আমরা তো আগেও এখানে খেলেছি। অভিজ্ঞতা আছে। কিন্তু ঋষভ প্রথম এই মাঠে নেমে যা ব্যাটিং করল, তা অসাধারণ। এই অভিজ্ঞতা ওর কাছে খুব গুরুত্বপূর্ণ।’’

ধওয়ন এ দিন স্বীকার করে নেন, ফিল্ডিংই দু’দলের তফাত গড়ে দেয় বুধবারের ম্যাচে। বলেন, ‘‘ক্যাচ ফস্কানো ও রান আউটের সুযোগ নষ্ট করার খেসারত দিতে হয়েছে আমাদের। কিন্তু এটা ক্রিকেটের অঙ্গ। কিছু বেশি রান দিয়েছি। তবে সব মিলিয়ে খারাপ খেলিনি আমরা। ভাল ক্রিকেট হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দু’দলই ভাল খেলেছে। এই ম্যাচটা থেকে আমরা আত্মবিশ্বাস পেয়েছি। যেটা পরের ম্যাচগুলোতে কাজে লাগবে।’’ বিরাট ও খলিল এ দিন যথাক্রমে অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টোয়নিসের ক্যাচ ফস্কান। গ্লেন ম্যাক্সওয়েলকে রান আউট করার সুযোগ নষ্ট করেন ভারতীয়রা।

এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ফিরে আসতে চান বিরাট। ম্যাচের পরে টিভি-তে বলেন, ‘‘এই হার থেকে আমরা শিক্ষা পেলাম। যা কাজে লাগিয়ে পরের ম্যাচে ফিরে আসতে হবে আমাদের। আসলে তিন-চারজন ব্যাটসম্যান একসঙ্গে লড়াই না করলে ম্যাচ জেতা যায় না।’’ ধওয়নের প্রশংসাও করেন এ দিন তাঁর অধিনায়ক। বলেন, ‘‘টপ অর্ডারে ও খুবই শক্তিশালী একজন ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি না পেলেও যে ভাবে ও ব্যাট করে, তাতে দলেরই লাভ হয়।’’

ধওয়ন এ দিন ৪২ বলে ৭৬ রান করার পরে নিজের ব্যাটিং নিয়ে বলেন, ‘‘মাঝের ওভারগুলোতে যে আমাকে বড় রান করতে হবে, জানতাম। ঠিক ওই সময়েই আউট হয়ে গেলাম। তবে ব্যাটিংটা উপভোগ করেছি। এ ভাবেই ব্যাট করে যেতে চাই এই সিরিজে।’’ অ্যাডাম জাম্পার প্রশংসা করে ধওয়ন বলেন, ‘‘জাম্পাই আজ বেশি প্রভাব ফেলেছে। রাহুল ও বিরাটকে আউট করে ও আমাদের জয়ের রাস্তা থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যায়।’’

তবে জাম্পার জন্য পরের ম্যাচে বিশেষ পরিকল্পনা করে নামবেন বলে জানিয়ে দিলেন ভারতীয় ওপেনার। বলেন, ‘‘পরের ম্যাচে ওর বিরুদ্ধে আরও ভাল পরিকল্পনা নিয়ে ব্যাট করতে হবে আমাদের। সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে।’’ ও দিকে জাম্পা বলছেন, ‘‘বিরাটের উইকেটটা আমার কাছে খুব দামি। ওকে আউট করে দারুণ লাগছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE