Advertisement
১৮ এপ্রিল ২০২৪

শততম খেতাব নিয়ে ভেবে চাপ বাড়াতে চান না রজার

টেনিস জীবনের শততম খেতাবের থেকে রজার ফেডেরার এখন মাত্র দুই ম্যাচ দূরে। লন্ডনে এটিপি ফাইনালসে বৃহস্পতিবার সুইস মহাতারকা স্ট্রেট সেটে ৬-৪, ৬-৩ হারালেন কেভিন অ্যান্ডারসনকে।

রজার ফেডেরার। ছবি: এএফপি।

রজার ফেডেরার। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ০৩:০১
Share: Save:

টেনিস জীবনের শততম খেতাবের থেকে রজার ফেডেরার এখন মাত্র দুই ম্যাচ দূরে। লন্ডনে এটিপি ফাইনালসে বৃহস্পতিবার সুইস মহাতারকা স্ট্রেট সেটে ৬-৪, ৬-৩ হারালেন কেভিন অ্যান্ডারসনকে। এই জয় তাঁর সেমিফাইনালে খেলা নিশ্চিত করে দিল।

নিজের একশো নম্বর খেতাব জয়ের সম্ভাবনা নিয়ে কী ভাবছেন জানতে চাওয়া হলে ফেডেরার বললেন, ‘‘অবশ্যই একশো নম্বরটা আকর্ষণীয় একটা সংখ্যা। কিন্তু আমাদের সবার কাছে প্রতিযোগিতার গুরত্বটাই আসল।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘এই প্রতিযোগিতা শুরুর দিন থেকেই আমার প্রিয়। সব সময়ই চেষ্টা করেছি এখানে খেলার। অতীতে তাই দরকারে নিজের খেলার সূচিও পরিবর্তন করেছি।’’

ফেডেরার কিন্তু দাবি করেছেন, শুধু শততম খেতাবের জন্য নয়, প্রতিযোগিতার গুরুত্বের জন্যও এই ট্রফিটা জিততে চান। বলছেন, ‘‘কোর্টের সঙ্গে মানিয়ে নিতে না পারায় এখানে প্রথম ম্যাচ খুব খারাপ খেলেছি। কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকে ছন্দ ফিরে পেলাম। তবে ব্যক্তিগত ভাবে মাথায় ১০০ নম্বর খেতাবের ভাবনা ঢুকতে দিইনি। এটা নিয়ে ভেবে নিজেকে চাপে ফেলার ইচ্ছে নেই।’’

সেমিফাইনালে ফেডেরারের সঙ্গে কার খেলা পড়বে, তা এখনও পরিষ্কার নয়। সুইস কিংবদন্তি বলেছেন, ‘‘এটা মাথায় রাখছি যে নোভাকও (জোকোভিচ) সেমিফাইনালে উঠেছে। তার উপর ও আবার দারুণ খেলছেও। ঠিক আগের মতো। তাই লন্ডন থেকে ট্রফি নিয়ে যাওয়া আমার জন্য সহজ হবে না। এখনও জানি না সেমিফাইনালে কার বিরুদ্ধে খেলতে হবে। এটা নিয়ে সামান্য হলেও আমি উদ্বেগেই আছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tennis ATP World Tour Finals Roger Federer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE