Advertisement
১৮ এপ্রিল ২০২৪

পরিবারকে গর্বিত করলেন রজার

পরিবারের সামনে হারতে চাননি। কিন্তু সে রকমই প্রায় অবস্থা তৈরি হয়েছিল। সাংহাই মাস্টার্সের প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেনের রবার্তো বাতিস্তার বিরুদ্ধে দ্বিতীয় সেট হেরে গিয়েছিলেন তিনি।

সাংহাইয়ে জয়ের পরে ফেডেরার।

সাংহাইয়ে জয়ের পরে ফেডেরার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৮ ০৪:১৯
Share: Save:

পরিবারের সামনে হারতে চাননি। কিন্তু সে রকমই প্রায় অবস্থা তৈরি হয়েছিল। সাংহাই মাস্টার্সের প্রি-কোয়ার্টার ফাইনালে স্পেনের রবার্তো বাতিস্তার বিরুদ্ধে দ্বিতীয় সেট হেরে গিয়েছিলেন তিনি। রজার ফেডেরার। তৃতীয় সেটও জিততে পারলে সুইস মহাতারকাকে প্রতিযোগিতা থেকেই ছিটকে দিতেন স্প্যানিশ তারকা। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ফেডেরার ৬-৩, ২-৬, ৬-৪ জিতে শেষ আটে পৌঁছে যান।

জেতার পরে ফেডেরার বলেন, ‘‘ম্যাচে খেলার সময় নিজেকে বলছিলাম, আজ কিছুতেই হারা যাবে না। কারণ আমার পরিবার দর্শকাসনে রয়েছে। জানি না এই ব্যাপারটা কতটা আমাকে ম্যাচটা জিততে সাহায্য করেছে।’’

একই প্রতিযোগিতায় ফরাসি ওপেনে হারের বদলা নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে তখন বিশ্বের ৭২ নম্বর মার্কো চেখিনাতো যে জয়ে হইচই ফেলে দিয়েছিলেন। নোভাক তাঁকে হারালেন ৬-৪, ৬-০। সার্বিয়ান তারকার সামনে এ বার দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের চ্যালেঞ্জ। শুধু এই প্রতিযোগিতাই নয়, জোকোভিচের পাখির চোখ এখন রাফায়েল নাদালকে সরিয়ে মরসুমের শেষে বিশ্বের এক নম্বরের সিংহাসনে ফিরে আসা। ‘‘অবশ্যই আমি এক নম্বর হওয়ার জন্য যা যা সম্ভব চেষ্টা করব। এটাই মরসুম শেষে আমার অন্যতম প্রধান লক্ষ্য।’’

জোকোভিচ

এ দিকে, মরসুমের শেষে ডেভিস কাপ ফাইনালস নিয়ে অখুশি ফেডেরার, জোকোভিচেরা। নতুন ফর্ম্যাট অনুযায়ী এ বার নভেম্বরে হবে ডেভি কাপ ফাইনালস। লম্বা মরসুম শেষে এই সময়ে ডেভিস কাপে খেলা খুব কঠিন হয়ে যাবে বলে মনে করছেন তাঁরা। ফেডেরার তো ইঙ্গিতই দিয়ে দিয়েছেন, এই সময়ে তাঁর খেলা সম্ভব হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tennis Roger Federer Novak Djokovic
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE