Advertisement
২৪ এপ্রিল ২০২৪
tennis

ইউএস ওপেনে মহাপতন, ‘বেবি ফেড’-এর কাছে হেরে বিদায় নিলেন রজার ফেডেরার

শীর্ষ বাছাই-রা একে একে বিদায় নিচ্ছেন মাঝ পথেই। কাঁধের চোটে কিছু দিন আগেই ‘জোকার’ ওয়াক-ওভার দিয়ে বেরিয়ে যান।

বিদায় নিলেন রজার। ছবি: এএফপি

বিদায় নিলেন রজার। ছবি: এএফপি

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১০:১৯
Share: Save:

নোভাক জকোভিচ চোটের জন্য ছিটকে যাওয়ার পর এ বার বিদায় নিলেন টেনিসের কিংবদন্তি রজার ফেডেরার। পাঁচ বারের ইউএস ওপেন বিজয়ী হেরে যান ‘বেবি ফেড’ গ্রিগর দিমিত্রভের কাছে। দিমিত্রভের পক্ষে পাঁচ সেটের ম্যাচের ফল ৩-৬, ৬-৪, ৩-৬, ৬-৪ এবং ৬-২। ২০ বার গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেডেরারের সার্ভিস শেষ হয়ে গেল কোয়ার্টার ফাইনালেই।

এ যেন এক মহাঅঘটনের ইউএস ওপেন। শীর্ষ বাছাই-রা একে একে বিদায় নিচ্ছেন মাঝ পথেই। কাঁধের চোটে কিছু দিন আগেই ‘জোকার’ ওয়াক-ওভার দিয়ে বেরিয়ে যান। বুধবার সুইস তারকাও খুব স্বস্তিতে ছিলেন না। ম্যাচের মাঝেই তিনি মেডিক্যাল টাইম-আউট নেন। গত দু’বছরে যা কখনও দেখা যায়নি। যদিও কোথাও চোট পেয়েছেন কিনা তা জানা যায়নি এখনও। ফিরে এলেও তাঁকে অন্য দিনের মতো ছন্দে পাওয়া যায়নি। জকোভিচের মতো ম্যাচ ছেড়ে বেরিয়ে না গেলেও ৩৮ বছরের ফেডেরার হার মানেন বুলগেরিয়ান তারকার কাছে।

সেমিফাইনালে উঠলেন দিমিত্রভ। ছবি: এএফপি

আরও পড়ুন: নাদালের জয়ে গর্জন ভক্ত টাইগারের

আরও পড়ুন: ভারতীয় দর্শকদের আবেগ দেখে মোহিত ফেডেরার​

প্রথম বারের জন্য ইউ ওপেনের সেমিফাইনালে পৌঁছালেন দিমিত্রভ। এই মুহূর্তে তাঁর র‍্যাঙ্কিং ৭৮। এর আগে দু’টি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে ওঠার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০০৮ সালে জার্মানির রেইনার স্কাটলার (র‍্যাঙ্ক ৯৪) পর তিনিই সর্বনিম্ন র‍্যাঙ্কড প্লেয়ার যিনি কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন।

অবিশ্বাস্য জয়ের পর দিমিত্রভ বলেন, “অনেকদিন পর এই কোর্টে খেলছি। নার্ভাস ছিলাম। শারীরিক ভাবে দারুণ ফিট ছিলাম। তাই চেষ্টা করছিলাম ম্যাচে থাকতে। দারুণ লাগছে!” এর আগে সাত বার মুখোমুখি হয়েছিলেন দু’জনে। এই প্রথম তাঁর কাছে হার মানলেন ফেডেরার। সেমিফাইনালে দিমিত্রভ মুখোমুখি হবেন পঞ্চম বাছাই ড্যানিল মেদভেদেভের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tennis Roger Federer US Open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE