Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Rohit Sharma

'রোহিত, রোহিত নয়, ইন্ডিয়া, ইন্ডিয়া বলে চিত্কার করুন'

ব্যাটে ১৬২ করার পর সীমানার ধারে ফিল্ডিং করছিলেন রোহিত। তাঁকে কাছে দেখে 'রোহিত রোহিত' গর্জন ওঠে। তা কানে যেতেই ঘুরে হাতের ইঙ্গিতে নিষেধ করেন মুম্বইকর।

দেশপ্রেমের নিদর্শন রাখলেন রোহিত। ছবি: এএফপি।

দেশপ্রেমের নিদর্শন রাখলেন রোহিত। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১৩:০৩
Share: Save:

দেশপ্রেমের নিদর্শন রাখলেন রোহিত শর্মা। সোমবার ব্রেবোর্নে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে তাঁর নাম ধরে ডাকতে বারণ করলেন ক্রিকেটপ্রেমীদের। পরিবর্তে 'ইন্ডিয়া, ইন্ডিয়া' বলে চেঁচানোর ইঙ্গিত করলেন তিনি।

ব্যাটে ১৬২ করার পর সীমানার ধারে ফিল্ডিং করছিলেন রোহিত। তাঁকে কাছে দেখে 'রোহিত রোহিত' গর্জন ওঠে। তা কানে যেতেই ঘুরে হাতের ইঙ্গিতে নিষেধ করেন মুম্বইকর। তারপর বুকে হাত দিয়ে জার্সিতে লেখা দেশের নাম ধরে চেঁচাতে বলেন তিনি। আর এই ঘটনাতেই সাড়া পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশংসিত হচ্ছে রোহিতের দেশপ্রেম।

ভারতীয় ক্রিকেটে এমন গর্জন মোটেই নতুন নয়। কখনও সচিন তেন্ডুলকর, কখনও সৌরভ গঙ্গোপাধ্যায়, কখনও মহেন্দ্র সিং ধোনি, কখনও বিরাট কোহালির নামে জয়ধ্বনি শোনা গিয়েছে নিয়ম করেই। সোমবার ব্রেবোর্নে অবশ্য রোহিতের নামেই উঠেছিল গর্জন। কারণ, দুরন্ত ইনিংসে তিনিই ছিলেন জয়ের নায়ক। দর্শকদের তিনি বুঝিয়ে দিলেন জার্সির পিছনে যতই তাঁর নাম লেখা থাক, জার্সির সামনে লেখা দেশের নামই তাঁর কাছে বেশী বরণীয়।

আরও পড়ুন: #মিটু: বোর্ডের সিইওকে নিয়ে তোপ সৌরভের​

আরও পড়ুন: রান থাকুক, না থাকুক ধোনি নিয়ে উৎসাহে খামতি নেই​

একই জনতা অবশ্য কোহালির জন্য মজা করে 'অনুষ্কা অনুষ্কা' ডাকছিল। ভারত অধিনায়ক অসন্তুষ্ট হননি। বরং, সমর্থকদের আরও জোরে অনুষ্কার নাম ধরে ডাকতে বলেন। পাঁচ ম্যাচের একদিনের ম্যাচে ২-১ এগিয়ে থাকার সুবাদে ভারতীয় দল রয়েছে ফুরফুরে মেজাজে। বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচ।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE