Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Rohit Sharma

'পয়মন্ত' ইডেনে কি আজ ঝড় তুলতে পারবেন রোহিত?

সার্বিক ভাবে ইডেনে মুম্বইকরের গড় ৭৬.০৬। এখানে মোট কুড়ি ইনিংস খেলেছেন তিনি। আটবার পেরিয়ে গিয়েছেন পঞ্চাশ। এর মধ্যে চারবার করেছেন সেঞ্চুরি। এই মুহূর্তে ফর্মেও রয়েছেন রোহিত।

এই মুহূর্তে রোহিত রয়েছেন দুরন্ত ফর্মে। ছবি: এএফপি।

এই মুহূর্তে রোহিত রয়েছেন দুরন্ত ফর্মে। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৮ ১২:৫২
Share: Save:

একসময় ইডেনের বাদশা বলা হত মহম্মদ আজহারউদ্দিনকে। এখন সেই মুকুট নিশ্চিতভাবেই রোহিত শর্মার মাথায়। ক্রিকেটের নন্দন কানন দুই হাত উজাড় করে দিয়েছে তাঁকে। কোনও সন্দেহ নেই, রবিবারের ইডেনেও তাঁকে দেখতেই গ্যালারি ভরাবেন ক্রিকেটপ্রেমীরা।

টেস্টে যেমন এই মাঠে রোহিত দুই ম্যাচে ৮৭ গড়ে করেছেন ২৬১ রান। সর্বাধিক ১৭৭। যা এসেছিল অভিষেক টেস্টে। ওয়ানডে ফরম্যাটে দুই ম্যাচে ১৩৫.৫০ গড়ে করেছেন ২৭১ রান। তার মধ্যে একটায় ২৬৪ রান রয়েছে। যা এখনও এই ফরম্যাটে বিশ্বরেকর্ড। একমাত্র কুড়ি ওভারের ক্রিকেটেই ইডেন রোহিতের ব্যাটে চার-ছয়ের ফুলঝুরি দেখেনি। খেলেছেন মাত্র একটিই ম্যাচ। রান পাননি, করেছেন মোটে ১০।

প্রথম শ্রেণির ক্রিকেটেও রোহিতের সাফল্য রয়েছে গঙ্গাপারের মাঠে। আইপিএলে সাফল্যও রয়েছে। সার্বিক ভাবে ইডেনে মুম্বইকরের গড় ৭৬.০৬। এখানে মোট কুড়ি ইনিংস খেলেছেন তিনি। আটবার পেরিয়ে গিয়েছেন পঞ্চাশ। এর মধ্যে চারবার করেছেন সেঞ্চুরি। এই মুহূর্তে ফর্মেও রয়েছেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য-সমাপ্ত একদিনের সিরিজে দু’বার পেরিয়ে গিয়েছেন দেড়শো রান। এশিয়া কাপে দেখিয়েছেন, নেতৃত্ব উপভোগই করেন তিনি। সদ্য অস্ট্রেলিয়ায় টেস্ট দলে নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে কেরিয়ারের উজ্জ্বল সময়ে রয়েছেন। ফেভারিট মাঠে তাই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোহিতের ব্যাটে আতসবাজির ঝলকানি আশা করাই যায়।

আরও পড়ুন: টেস্ট দলে ফেরাটা আত্মবিশ্বাস বাড়িয়েছে রোহিতের

আরও পড়ুন: বিরাটই ক্রিকেটের নেতা, বলছেন লারা​

এই সিরিজে একটা রেকর্ডের হাতছানিও রয়েছে রো-হিটের সামনে। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ২০৮৬ রান করেছেন তিনি। মোট রানে সামনে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২২৭১ রান), পাকিস্তানের শোয়েব মালিক (২১৭১ রান), নিউ জিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম (২১৪০ রান), ভারতের বিরাট কোহালি (২১০২ রান)। গাপটিল এই মুহূর্তে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেই। শোয়েব মালিক অবশ্য কিউয়িদের বিরুদ্ধে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে খেলেছন। কিন্তু, প্রথম দুই ম্যাচে করেছেন মোটে ১৮ রান। তা নিযেই শোয়েবের মোট রান এখন ২১৭১। সিরিজে এর একটাই ম্যাচ বাকি। যা রয়েছে রবিবারই। বিরাট কোহালি এই সিরিজে বিশ্রামে। আর ম্যাকালাম তো অবসরই নিয়ে ফেলেছেন। ফলে, তিন ম্যাচের সিরিজ গাপটিলকে টপকে যেতেই পারেন রোহিত। মুম্বইকরের সুবিধা হল, তিনি ওপেন করেন বলে বেশি ডেলিভারি খেলার সুবিধা পান।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE