Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বিরল নজিরের সামনে রোহিত

শুক্রবার ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে রোহিত চারশো নম্বর ছয়টা মারতে পারলেই ভারতীয় ক্রিকেটে নতুন এক রেকর্ডের মালিকও হবেন তিনি।

আরও একটি রেকর্ডের সামনে দাড়িয়ে রোহিত শর্মা।—ছবি এপি।

আরও একটি রেকর্ডের সামনে দাড়িয়ে রোহিত শর্মা।—ছবি এপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ০৩:৩৭
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে একটা ছয় মারতে পারলেই এক নতুন ক্লাবের সদস্য হয়ে যাবেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে চারশো ছয় মারা ক্রিকেটারদের ক্লাবের সদস্য।

শুক্রবার ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে রোহিত চারশো নম্বর ছয়টা মারতে পারলেই ভারতীয় ক্রিকেটে নতুন এক রেকর্ডের মালিকও হবেন তিনি। আজ পর্যন্ত কোনও ভারতীয় ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে চারশো ছয় মারতে পারেননি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে দু’ জন ক্রিকেটার ইতিমধ্যেই চারশো বা তার বেশি ছয় মেরে বসেছেন। এই দুই ক্রিকেটার হলেন ক্রিস গেল (৫৩৪) এবং শাহিদ আফ্রিদি (৪৭৬)।

সীমিত ওভারের ক্রিকেটে রোহিতের আধিপত্য প্রশ্নাতীত (ওয়ান ডে ক্রিকেটে ২১৮ ম্যাচে ৮৬৮৬ রান, টি-টোয়েন্টি ক্রিকেটে ১০১ ম্যাচে ২৫৩৯ রান)। যদিও একটা সময় টেস্টে তাঁর ব্যাটিং রেখচিত্র সে ভাবে উপরের দিকে ওঠেনি। কিন্তু ওপেনার হিসেবে টেস্টে প্রত্যাবর্তন ঘটিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেন রোহিত। ওই সিরিজে ১৯টি ছয় মেরে এক টেস্ট সিরিজে সব চেয়ে বেশি ছয় মারার বিশ্বরেকর্ডও করেছিলেন। চার ইনিংসে করেন ৫২৯ রান। এ বার দেখার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচেই চারশো নম্বর ছয় মারতে পারেন কি না ‘হিটম্যান’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket India Rohit Sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE