Advertisement
১৬ এপ্রিল ২০২৪

অস্ট্রেলিয়ায় কিন্তু অন্য লড়াই, সতর্ক করছেন রোহিত

রবিবার শেষ টি-টোয়েন্টিতে শুধু ধওয়ন নন, রান পেয়েছেন ঋষভ পন্থও। বিরাট কোহালি বিশ্রামে থাকায় টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বের ভার পড়েছিল রোহিতের ওপর।

লক্ষ্য: ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ। রোহিতের চোখ অস্ট্রেলিয়ায়। ফাইল চিত্র

লক্ষ্য: ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ। রোহিতের চোখ অস্ট্রেলিয়ায়। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ০৪:০০
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পাশাপাশি আর একটা ব্যাপার খুশি করছে রোহিত শর্মাকে। শিখর ধওয়নের ফর্ম। অস্ট্রেলিয়া সফরের আগে দলের ওপেনার রান পাওয়ায় খুশি রোহিত। পাশাপাশি ভারতের অস্থায়ী অধিনায়ক এও মনে করিয়ে দিয়েছেন, অস্ট্রেলিয়া সফরে খেলাটা সম্পূর্ণ অন্য রকম হবে।

রবিবার শেষ টি-টোয়েন্টিতে শুধু ধওয়ন নন, রান পেয়েছেন ঋষভ পন্থও। বিরাট কোহালি বিশ্রামে থাকায় টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বের ভার পড়েছিল রোহিতের ওপর। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে তিনি বলছিলেন, ‘‘অস্ট্রেলিয়া সফর শুরুর আগে রান পাওয়া একজন ক্রিকেটারের কাছে যতটা গুরুত্বপূর্ণ, দলের কাছেও ততটাই গুরুত্বপূর্ণ। শিখর ওয়ান ডে সিরিজে ভালই ব্যাট করছিল। কিন্তু বড় রান পাচ্ছিল না। আমি খুশি যে আগের দিন একটা ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারল। অস্ট্রেলিয়া সফরের আগে এই রানটা খুব দরকার ছিল।’’ একই সঙ্গে রোহিতের মুখে উঠে এসেছে ঋষভের কথাও। তিনি বলেন, ‘‘ঋষভও রান করার জন্য মুখিয়ে ছিল। দু’উইকেট পড়ে যাওয়ার পরে দারুণ ভাবে ম্যাচটা ধরে নেয়। আবার বলছি, অস্ট্রেলিয়া সফরের আগে ওদের দু’জনের রান পাওয়াটা ভাল ব্যাপার।’’

অস্ট্রেলিয়া সফরে ভারতের অভিযান শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। প্রথম ম্যাচ ২১ নভেম্বর। যে দলে রয়েছেন ধওয়ন, পন্থ, দু’জনেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ ৩-০ জেতার পরেও রোহিত যথেষ্ট সতর্ক আসন্ন সফর নিয়ে। ইদানীং সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়া সে রকম ভাল খেলতে না পারলেও রোহিত বলছেন, ‘‘অস্ট্রেলিয়ায় খেলাটা সব সময়ই কঠিন চ্যালেঞ্জ। আপনি যত বারই ওখানে যাবেন, পরীক্ষার মুখে পড়বেন। সে একজন খেলোয়াড় হিসেবেই হোক, ব্যক্তি হিসেবেই হোক কী দল হিসেবে। অস্ট্রেলিয়ায় খেলা মানেই চ্যালেঞ্জটা অন্য রকমের।’’

আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় প্রথম টি-টোয়েন্টি, আচমকাই অনিশ্চিত রোহিত

তবে রোহিত মনে করছেন, যে ভাবে তাঁরা এই সিরিজটা জিতেছেন, তাতে দলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। যে আত্মবিশ্বাসকে বিদেশের মাঠে কাজে লাগাতে হবে বলে তিনি মনে করেন। রোহিতের মন্তব্য, ‘‘আমাদের আত্মবিশ্বাস অবশ্যই খুব ভাল জায়গায় আছে। এই পারফরম্যান্সটাই আমাদের অস্ট্রেলিয়ার মাটিতে তুলে ধরতে হবে।’’

সদ্য সমাপ্ত সিরিজে দলের ফিল্ডিংয়ে খুব খুশি রোহিত। তিনি বলেন, ‘‘অনেক কিছুই আমরা ঠিকঠাক করেছি। যার মধ্যে ফিল্ডিংয়ের কথা আমাকে আলাদা করে বলতেই হবে। ব্যাটিং আর বোলিংয়ের ক্ষেত্রে বলব, কখনও দারুণ পারফরম্যান্স হবে, কখনও হবে না।’’

আরও পড়ুন
রোহিতকে কেন টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছিল, নির্বাচকদের প্রশ্ন সহবাগের

টি-টোয়েন্টি দলের পাশাপাশি রোহিত আবার ফিরে এসেছেন ভারতের টেস্ট দলেও। কিন্তু তিনি এখনই অত দূরের কথা ভাবছেন না। ‘‘প্রথম টেস্টের আগে টি-টোয়েন্টি সিরিজ আছে, প্রস্তুতি ম্যাচ আছে। আমি তাই এখনই টেস্টের কথা ভাবছি না। আমি এমন একজন যে বেশি দূরের ব্যাপার নিয়ে ভাবি না। আমার মাথায় এখন শুধুই টি-টোয়েন্টি সিরিজ।’’

কিন্তু টেস্ট দলে নিজের প্রত্যাবর্তন নিয়ে কী ভাবছেন? রোহিতের মন্তব্য, ‘‘টেস্ট ম্যাচ নিয়ে ভাবার অনেক সময় পাব। আমি চেষ্টা করি সব সময় বর্তমানে থাকতে। তবে টেস্ট খেলার জন্য অনেক দিন ধরে আমি মুখিয়ে আছি। ভারতের হয়ে আবার টেস্ট খেলার সুযোগ পাওয়াটা দারুণ ব্যাপার।’’

রোহিতের অধিনায়কত্বে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও জয় এসেছে। আপনার সাফল্যের রসায়ন কী? রোহিতের ব্যাখ্যা, ‘‘আমি সব কিছু সহজ রাখতে ভালবাসি। ক্রিকেট খেলাটা খুব জটিল কিছু নয়। তাই আমি মাঠে নামলে সহজ সরল ভাবে সব কিছু করার চেষ্টা করি।’’

রোহিতের মুখে শোনা গিয়েছে দলের নতুন মুখ ক্রুণাল পাণ্ড্যের প্রশংসা। তিনি বলেছেন, ‘‘ক্রুণালের দক্ষতা আছে ভারতের হয়ে অনেক দিন ধরে খেলার। ওর মতো ভয়ডরহীন ক্রিকেটারকে পেলে দলেরই ভাল হবে।’’ টি-টোয়েন্টিতে মহেন্দ্র সিংহ ধোনির অনুপস্থিতি নিয়ে রোহিতের মন্তব্য, ‘‘শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতেও ধোনি ছিল না। ধোনির অভাব সব সময়ই টের পাওয়া যায়। দলে ধোনির উপস্থিতি একটা অন্য মাত্রা এনে দেয়। শুধু আমি নই, দলের তরুণ ক্রিকেটারেরাও ধোনিকে দেখে উদ্বুদ্ধ হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE