Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ধুর, বৃষ্টিটা সব ঘেঁটে দিল

ধুর, পুরোটাই ধেবড়ে গেল। বৃষ্টিটা সব ঘেঁটে দিল। শুটিং ছিল আমার। কিন্তু সে সব শেষ করে মাঞ্জা দিয়ে ইডেনে যাওয়ারও প্ল্যান ছিল। আফটার অল ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ। সকাল থেকেই প্রচুর ফোন।

রুদ্রনীল ঘোষ
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৬ ১৮:৫৬
Share: Save:

ধুর, পুরোটাই ধেবড়ে গেল। বৃষ্টিটা সব ঘেঁটে দিল।

শুটিং ছিল আমার। কিন্তু সে সব শেষ করে মাঞ্জা দিয়ে ইডেনে যাওয়ারও প্ল্যান ছিল। আফটার অল ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ। সকাল থেকেই প্রচুর ফোন। ‘গুরু আমি যাচ্ছি, তুমি আসছ তো?’ টিকিটের জন্য কত ফোন এসেছে ভাবতে পারবেন না। ‘একটা জোগাড় করে দে ভাই’— এ সবও বলেছে লোকে। আমি যাব তো ভেবেছিলাম। এখন এক বার বৃষ্টি হচ্ছে, এক বার বন্ধ হচ্ছে— ম্যাচ হবে কী না তাই তো বুঝতে পারছি না।

ভারত-পাক ম্যাচে আমার কাছে জেতা-হারাটা কোনও ব্যাপার নয়। মানে পাকিস্তানকে হারাতেই হবে, আমাদের জিততেই হবে, এমনটা নয়। বরং ম্যাচ চলাকালীন যে অ্যাড্রিনালিন বেরোয় সেটাই এনজয় করি। আমার এটা মনে হয়, আমার দেশের মানুষ এমনটাই ভাবেন। এ যেন অনেকটা দু’টো পাড়ার লড়াই। আজকেই বা জেতা নিয়ে কে মাথা ঘামাতো বলুন? কিন্তু এই উত্তেজনাটাই তো আসল। বৃষ্টি তো মাঠে পড়েনি, পড়েছে এই আমাদের মতো দর্শকদের মাথায়!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rudranil ghosh india Pakistan cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE