Advertisement
১৯ এপ্রিল ২০২৪

‘গেমস ভিলেজে ঢুকে কমনওয়েলথ মনে পড়ল’

রিও দে জেনইরোর গেমস ভিলেজে ঢুকে সচিন রমেশ তেন্ডুলকরের কী মনে পড়ল? আঠারো বছর আগের কুয়ালালামপুর মনে পড়ল!

অন্য রকম অভিজ্ঞতা, অন্য রকম গল্প। তবে আবেগটা একই রকম। ভারতীয় ক্রীড়াবিদদের সচিন

অন্য রকম অভিজ্ঞতা, অন্য রকম গল্প। তবে আবেগটা একই রকম। ভারতীয় ক্রীড়াবিদদের সচিন

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ০৩:৫৪
Share: Save:

রিও দে জেনইরোর গেমস ভিলেজে ঢুকে সচিন রমেশ তেন্ডুলকরের কী মনে পড়ল?

আঠারো বছর আগের কুয়ালালামপুর মনে পড়ল!

আঠারো বছর আগের কুয়ালালামপুর মানে, কমনওয়েলথ গেমস। যেখানে ভারতীয় ক্রিকেট টিমের হয়ে গিয়েছিলেন সচিন। ক্রিকেট টিমের ওই একবারই কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া। যা ঘটেছিল ১৯৯৮ সালে।

স্প্রিন্টার দ্যুতি চাঁদের সঙ্গে। টুইটারে সচিন।

’৯৮-র পর ২০১৬। আঠারোটা বছর মাঝে। কিন্তু শনিবার যখন অলিম্পিক্স গেমস ভিলেজে ঢুকতে গেলেন সচিন, কমনওয়েলথের কুয়ালালামপুর এল পিছু-পিছু। সচিন বলেও দেন, ‘‘গেমস ভিলেজে ঢোকার অনুভূতিটা অসাধারণ। কমনওয়েলথের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। যে বার ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে আমি কমনওয়েলথ গেমসে গিয়েছিলাম। দু’টো গেমসের মধ্যে তুলনা হয় না, কিন্তু যে স্পিরিট আর এনার্জি ’৯৮-এর কমনওয়েলথে দেখেছি, সেটা একই আছে। আবহটাও একই রকম।’’

এ দিনই সচিন গেমস ভিলেজে গিয়ে ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেন। দীপা কর্মকার, দ্যূতিচাঁদ— অনেকের সঙ্গেই ছবি তোলেন সচিন। কোনও পরামর্শ দিলেন কাউকে? ‘‘অলিম্পিক স্পোর্টে আমি বিশেষজ্ঞ নই। তাই কখনওই বলতে যাব না কী ভাবে জিততে হবে। এরা সবাই চ্যাম্পিয়ন, এরা সবাই জানে জিততে গেলে কী করতে হবে। আমি শুধু বলতে গিয়েছিলাম যে, গোটা দেশ তোমাদের সঙ্গে আছে,’’ বলে দেন সচিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sachin Tendulkar Rio Olymics
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE