Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sachin Tendulkar

‘সচিন’এর বলে অসাধারণ কভার ড্রাইভ জুনিয়র কইফের!

শুক্রবার এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন সচিন। তাঁর বলে কভার ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠালেন মহম্মদ কইফের ছেলে কবীর কইফ।

সচিন তেন্ডুলকর।—ফাইল চিত্র।

সচিন তেন্ডুলকর।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৭ ১৬:৪৭
Share: Save:

দীর্ঘ ২২ বছর ধরে ক্রিকেট সার্কিটকে শাসন করেছেন সচিন তেন্ডুলকর। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও নিজের ঝলক দেখিয়েছেন বারবার।

কিন্তু, শুক্রবার এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকলেন সচিন। তাঁর বলে কভার ড্রাইভে বাউন্ডারির বাইরে পাঠালেন মহম্মদ কইফের ছেলে কবীর কইফ।

তবে কোনও ক্রিকেট স্টেডিয়ামে এই ঘটনা ঘটেনি। এমনকী সশরীরে সচিন উপস্থিও ছিলেন না। একটি প্লে স্টেশনে খেলছিল কবীর। টিভি স্ক্রিনের মতো একটি পর্দায় তখন বল করছেন ভিডিও গেমের সচিন।

আর এতেই দেখা যায় বোলিং মেশিন থেকে আসা বল কভার ড্রাইভ করছেন জুনিয়ার কইফ।

আরও পড়ুন: ‘প্রয়োজন নেই, তাও বিশ্রামে পাঠানো হচ্ছে আমায়’

আরও পড়ুন: ‘কোহালির আসল চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে’

এই পুরো ঘটনার ভিডিওটি টুইট করেন মাস্টার ব্লাস্টার স্বয়ং। টুইট করা ভিডিওর নীচে সচিন লেখেন “খুব ভাল জুনিয়র কইফ। এই রকম ভাবেই খেলা চালিয়ে যেও।” (_)

এই পুরো ঘটনার ভিডিওটি টুইট করেন মাস্টার ব্লাস্টার স্বয়ং। টুইট করা ভিডিওর নীচে সচিন লেখেন “খুব ভাল জুনিয়র কইফ। এই রকম ভাবেই খেলা চালিয়ে যেও।” (_)

সচিনের এই টুইটের জবাবে মহম্মদ কইফ লেখেন “নেটে তোমার বল খেলতে আমার বারবার সমস্যা হত। আমি বুঝতে পারতাম না কোন বল করছ তুমি। লেগ স্পিন অফ স্পিন না গুগলি। তবে আমার ছেলে কবীর দারুণ ভাবে তোমায় সামলেছে।” _ ) !

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE