Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অন্য অ্যাডিলেড জয়ের কথা মনে পড়ছে সচিনের

২০০৩ সালের সেই সফরে অ্যাডিলেড টেস্ট জেতানোর পিছনে ভিভিএস লক্ষ্মণেরও বড় ভূমিকা ছিল।

এই অ্যাডিলেডেই ১৫ বছর আগে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। —ফাইল চিত্র।

এই অ্যাডিলেডেই ১৫ বছর আগে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। —ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮ ০৩:১৪
Share: Save:

­­­

অ্যাডিলেডে বিরাট কোহালিদের অসাধারণ জয় দেখার পরে সচিন তেন্ডুলকর ফিরে যাচ্ছেন ১৫ বছর আগের এক দিনে। যে দিন এই অ্যাডিলেডেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত।

সোমবার সকালে আর অশ্বিন অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি তুলে নেওয়া মাত্র ৩১ রানে সিরিজের প্রথম টেস্ট জিতে নেয় বিরাট কোহালির ভারত। যার পরে সচিনের টুইট, ‘‘দারুণ ভাবে সিরিজটা শুরু হল। ভারত কোনও সময় চাপ আলগা করেনি। দু’টো ইনিংসেই দারুণ ব্যাট করল পূজারা। গুরুত্বপূর্ণ দু’টো ইনিংস খেলে গেল ও। দ্বিতীয় ইনিংসে অজিঙ্ক রাহানেও খুব ভাল খেলল। জয়ের পিছনে চার বোলারেরই অবদান রয়েছে। সেই ২০০৩ সালের কথা মনে পড়ে যাচ্ছে।’’

২০০৩ সালে অ্যাডিলেডের ওই টেস্টে ভারত জিতেছিল চার উইকেটে। জেতার পিছনে ছিল রাহুল দ্রাবিড়ের ব্যাট। ডাবল সেঞ্চুরি-সহ দুই ইনিংসেই রান পেয়েছিলেন তিনি। ১৫ বছর পরে অ্যাডিলেডে ভারতের জয়ের পিছনে বড় অবদান আর এক তিন নম্বর ব্যাটসম্যানের। তিনি চেতেশ্বর পূজারা। ম্যাচের সেরা এই ক্রিকেটার জয়ের পরে টুইট করেন, ‘‘অ্যাডিলেড ওভালে প্রথম ম্যাচটা দারুণ হল। শুভেচ্ছাবার্তার জন্য সবাইকে ধন্যবাদ। দল হিসেবে যে ভাবে খেলেছি, তাতে আমরা সবাই খুশি। এ বার দ্বিতীয় টেস্ট।’’

ভারতের জয়ের পরে অভিনন্দনবার্তা ভেসে আসছে ভারতের অন্যান্য প্রাক্তন ক্রিকেটারের কাছ থেকেও। বীরেন্দ্র সহবাগের টুইট, ‘‘টেস্ট ক্রিকেটই হল সেরা ক্রিকেট। শেষের দিকে অস্ট্রেলিয়া দারুণ লড়াই করলেও ভারত ওদের পক্ষে একটু বেশি ভাল দল ছিল। প্রথম ইনিংসে ৪১ রানে চার উইকেট পড়ে যাওয়ার পরেও এই ম্যাচ জেতা! বোঝাই যাচ্ছে ভারত কতটা ভাল খেলল। চেতেশ্বর পূজারা আর বোলারদের জন্যও দারুণ একটা টেস্ট ম্যাচ গেল। সিরিজটা জমে যাবে।’’

২০০৩ সালের সেই সফরে অ্যাডিলেড টেস্ট জেতানোর পিছনে ভিভিএস লক্ষ্মণেরও বড় ভূমিকা ছিল। এ দিন জয়ের পরে তাঁর টুইট, ‘‘অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা খুব ভাল লড়াই করল। তবে এই জয় ভারত অনেক দিন মনে রেখে দেবে। আমাদের বোলাররা নিজেদের নিংড়ে দিয়েছে। এই মুহূর্তটা এখন উপভোগ করো। আর পার্‌থ টেস্টে ছন্দটা ধরে রেখো।’’ ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিন বলেন, ‘‘ভারতের এই জয়ের পিছনে সব চেয়ে বড় অবদান পূজারার।’’

শুধু ভারতের প্রাক্তন ক্রিকেটারেরাই নন, অস্ট্রেলিয়ার প্রাক্তনদের মুখেও শোনা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের জন্য অভিনন্দনবার্তা। পাঁচ দিনের হাড্ডাহাড্ডি লড়াই যে তিনি দারুণ উপভোগ করেছেন, তা জানিয়ে শেন ওয়ার্নের টুইট, ‘‘টেস্ট ক্রিকেট আর তার সঙ্গে জড়িয়ে থাকা নাটকীয়তা দারুণ উপভোগ করি। অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা খুব ভাল লড়াই করল। আর সেটাই তো হওয়া উচিত। বিরাট কোহালি আর ওর দলকে অভিনন্দন।’’

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘লক্ষ্যের খুব কাছাকাছি চলে এসেছিল অস্ট্রেলিয়া। তবে খুব ভাল একটা জয় পাওয়ার জন্য বিরাট কোহালিদের অভিনন্দন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE