Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ব্রাজিলে নৃশংস ভাবে খুন ফুটবলার

কোরিয়াকে শ্রদ্ধা জানিয়েছে সাও পাওলো এফসি ক্লাব। যেখানে ২০১৫ সালে যোগ দিয়েছিলেন তিনি।

ড্যানিয়েল কোরিয়া। ছবি: সংগৃহীত।

ড্যানিয়েল কোরিয়া। ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ০৫:৩৪
Share: Save:

মৃতদেহের মাথা প্রায় নেই। জিভ এবং যৌনাঙ্গ কেটে নেওয়া হয়েছে। ব্রাজিলের গ্রামাঞ্চলে এই ভাবেই উদ্ধার হয়েছে ২৪ বছর বয়সি ফুটবলার ড্যানিয়েল কোরিয়ার মৃতদেহ। ঘটনায় শোকস্তব্ধ ব্রাজিল।

কোরিয়াকে শ্রদ্ধা জানিয়েছে সাও পাওলো এফসি ক্লাব। যেখানে ২০১৫ সালে যোগ দিয়েছিলেন তিনি। পরে লোনে খেলছিলেন সাও বেন্তোতে। ঠিক কী কারণে কোরিয়াকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু ব্রাজিল পুলিশ ডাকাতি করে খুনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে। সে দেশের সামরিক পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, গত শুক্রবার একটি নাইটক্লাবে তাঁর বন্ধুর জন্মদিন পালন করছিলেন কোরিয়া। সেখান থেকে এক জনের বাড়িতে উৎসব পালন করতে যান। শনিবার সকালে সেখান থেকে বেরিয়ে যান তিনি। এর পর থেকেই নিখোঁজ ছিলেন। গোটা বিশ্বে ভয়ঙ্কর অপরাধের জন্যও পরিচিত ব্রাজিল। গত বছরই সে দেশে খুন হন ৬৩, ৮৮০ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Brazil Sao Paulo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE