Advertisement
২০ এপ্রিল ২০২৪

রোলাঁ গারোয় চেনা সেরেনা, অচেনা সেরেনা

এক একটা গ্র্যান্ড স্ল্যাম খেতাব। আর এক এক ধরনের খুশির অভিব্যক্তি! গ্র্যান্ড স্ল্যামের গ্রহে সেরেনা উইলিয়ামস মানে এটাই চেনা ছবি। ২০১৫ ফরাসি ওপেনে ছবিটা যেন কিছুটা অপরিচিত হয়ে থাকল! টেনিসের ওপেন যুগে স্টেফি গ্রাফের পর পুরুষ-মেয়ে দুই মিলিয়ে সেরেনাই প্রথম যাঁর গ্র্যান্ড স্ল্যাম খেতাব সংখ্যা কুড়ির ঘরে ঢুকল। কিন্তু মহাকীর্তিটা ঘটিয়েও রোলাঁ গারোয় সেই চেনা সেরেনাকে পাওয়া গেল কোথায়?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ০৩:৪৭
Share: Save:

এক একটা গ্র্যান্ড স্ল্যাম খেতাব। আর এক এক ধরনের খুশির অভিব্যক্তি!

গ্র্যান্ড স্ল্যামের গ্রহে সেরেনা উইলিয়ামস মানে এটাই চেনা ছবি।

২০১৫ ফরাসি ওপেনে ছবিটা যেন কিছুটা অপরিচিত হয়ে থাকল!

টেনিসের ওপেন যুগে স্টেফি গ্রাফের পর পুরুষ-মেয়ে দুই মিলিয়ে সেরেনাই প্রথম যাঁর গ্র্যান্ড স্ল্যাম খেতাব সংখ্যা কুড়ির ঘরে ঢুকল। কিন্তু মহাকীর্তিটা ঘটিয়েও রোলাঁ গারোয় সেই চেনা সেরেনাকে পাওয়া গেল কোথায়?

কোথায় কৃষ্ণাঙ্গ মার্কিন মেয়ের ট্রফি নিয়ে ক্যামেরার সামনে সেই মজার মজার সব পোজ! বদলে ফিলিপ শাতিয়ের কোর্ট সেরেনা-সমালোচকদের মতে ‘নোংরা’ হয়ে থাকছে টেনিসের এক বিরল নজিরের দিনেও!

ফাইনালের দ্বিতীয় সেটে ৬-৫ স্কোরে দাঁড়িয়ে চ্যাম্পিয়নশিপ সার্ভিস নষ্ট করার ক্ষোভে সেরেনা কোর্টের ভেতরই এত জোরে চার অক্ষরের অশ্লীল এক শব্দ বলে ওঠেন, যেটা নাকি স্টেডিয়ামের সবচেয়ে দূরবর্তী উঁচু গ্যালারির শেষ সারিতেও স্পষ্ট শোনা গিয়েছে। এতেই শেষ নয়। তৃতীয় সেট ০-২ থেকে ২-২ হলে সেরেনা এ বার তাঁর প্রতিপক্ষ সাফারোভার দিকে তাকিয়ে বলে ওঠেন, ‘‘কী করছ তুমি? ওইটা... (বলে ফের সেই চার অক্ষরের অশ্লীল শব্দ বলে ওঠেন)!’’

কিন্তু তার পরে সেরেনা যে কাণ্ডটা করেন, সেটা নিয়ে তো তাঁর কুড়িতম গ্র্যান্ড স্ল্যাম, এক যুগেরও পর প্রথম মেয়ে হিসেবে বছরের প্রথম দু’টো মেজর জয়, এক ক্যালেন্ডার বর্ষে চারটেই গ্র্যান্ড স্ল্যাম জেতার দোরগোড়ায় পৌঁছে যাওয়া— এ সব মহিমাই মুছে যাওয়ার উপক্রম ঘটে! কারণ, ফাইনালের চূড়ান্ত সেটের ওই সময় এক মিনিটের কোর্ট বদলের বিরতিতে উত্তেজিত সেরেনা সাইডলাইনের ধারে রাখা টিভি ক্যামেরার সামনে মুখ এনে চার অক্ষরের সেই অশ্লীল শব্দটা আবার উচ্চারণ করেন। তৃতীয় বারের জন্য!

এ বার আর চেয়ার আম্পায়ার বিশ্বের এক নম্বর মেয়েকে রেয়াত করেননি। পরিষ্কার সেরেনাকে মৌখিক অশ্লীলতার দায়ে সতর্ক করে দেন এবং আবার একই কাণ্ড ঘটালে পেনাল্টি পয়েন্ট কেটে নেওয়ার কথাও আগাম জানিয়ে রাখেন। টুর্নামেন্টের টিভি প্রযোজকও তৎক্ষণাৎ সেরেনার সেই ক্যামেরার সামনে উচ্চারিত চার অক্ষরের অশ্লীল শব্দ ‘এডিট’ করে দেয়। কিন্তু তাতেও সেরেনা-নিন্দুকদের মুখ পুরোপুরি বন্ধ রাখা যায়নি। ‘চ্যাম্পিয়নের অভদ্রতা’ নিয়ে সোশ্যাল মিডিয়ায়, ব্লগে নানা টিপ্পনি গত চব্বিশ ঘণ্টা ধরে চলেছে।

ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা, সেরেনাও চ্যাম্পিয়ন হওয়ার পর মালুম করেছেন, এই খেতাব মোটেই স্বচ্ছন্দে তাঁর ঝুলিতে আসেনি। একে ফ্লু, কোর্টেই বমি করার মতো ঘটনা রয়েছে তাঁর এ বারের সফল ফরাসি ওপেন অভিযানে। পাশাপাশি ষোলো বছর পর এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম তাঁকে জিততে হল টানা চারটে রাউন্ডে প্রথম সেট খুইয়ে, তিন সেটের মরণবাঁচন লড়াই করে। ফাইনাল ধরলে সেরেনার এ বার রোলাঁ গারোয় শেষ ছয়টা ম্যাচের পাঁচটাই তিন সেট খেলে জিততে হয়েছে।

তবে ‘কুপ সুজান লেংলেন’কে মাথার উপর তোলার পর সেরেনা আবার যেন সেই চেনা সেরেনা! বলে দেন, ‘‘টানা তিনটে গ্র্যান্ড স্ল্যাম হল। এবং কেন যেন পরের মাসে উইম্বলডন ট্রফিটাও দেখতে পাচ্ছি প্যারিস থেকেই। তা হলেই তো ক্যালেন্ডার ইয়ার্স গ্র্যান্ড স্ল্যাম। তার পর যদি ইউএস ওপেনটাও জিততে পারি তা হলে সামনের জানুয়ারিতে মেলবোর্ন যাব স্টেফির বাইশ গ্র্যান্ড স্ল্যাম টপকে তেইশ করার টার্গেটে। সেটা হলে কিন্তু সব ব্যাপারটা দারুণ হবে। হ্যাঁ, স্টেফিকে টপকানোই আমার এখন লক্ষ্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE