Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অগস্টের শুরুতেই মাঠে তিন প্রধান

নতুন ফুটবল মরসুম শুরুর আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের দু’টি অনুষ্ঠান আছে। ২৯ জুলাই মোহনবাগান দিবস হবে ময়দানেই। ইস্টবেঙ্গল  প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৮ ০৪:৫৬
Share: Save:

অগস্টের প্রথম সপ্তাহেই তিন প্রধানকে মাঠে নামিয়ে দিতে চাইছে আইএফএ। এখনও পর্যন্ত ঠিক আছে ৩ অগস্ট ইস্টবেঙ্গলের খেলা দিয়েই শুরু হবে বড় ক্লাবের ম্যাচ। পরের দু’দিন যথাক্রমে নামবে মোহনবাগান এবং মহমেডান।

প্রিমিয়ার লিগের সূচি বেসরকারিভাবে ঠিক হয়ে গেলেও মাঠ এবং সম্প্রচার সংক্রান্ত চুক্তি ঝুলে থাকায় তা প্রকাশ করতে পারছে না আইএফএ। নতুন ফুটবল মরসুম শুরুর আগে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের দু’টি অনুষ্ঠান আছে। ২৯ জুলাই মোহনবাগান দিবস হবে ময়দানেই। ইস্টবেঙ্গল প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। ফলে গ্যালারির সরকারি ছাড়পত্র পেয়ে গেলে সুভাষ ভৌমিকের দলের ম্যাচ হতে কোনও সমস্যা নেই। কিন্তু মোহনবাগান মাঠে প্রাক্তন ফুটবলারদের খেলা রয়েছে ‘রত্ন’ প্রদান অনুষ্ঠানের আগে। তা ছাড়া মাঠের উপর দিয়েই অনুষ্ঠান মঞ্চে যাবেন সদস্য-সমর্থকেরা। ফলে শেষ পর্যন্ত মাঠের কী হাল হবে, তা নিয়ে উদ্বিগ্ন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। বললেন, ‘‘লিগের সূচি তৈরি আছে। মাঠ সম্পর্কে নিশ্চিত হয়েই সূচি জানাবো।’’ এ দিন রাতেই মাঠ পরিদর্শনের সরকারি চিঠি এসে পৌঁছেছে তিন প্রধানে। ২৫ জুলাই পুলিশ, পি ডব্লিউ ডি ও ক্রীড়া দফতরের পরিদর্শনের পর ছাড়পত্র পেলেই খেলা হবে তিন প্রধানের মাঠে। লিগের ইতিহাসে প্রথম বার তিন প্রধান নিজেদের মাঠে খেলবে ফ্লাডলাইটে। প্রতিদিন বিকেল সাড়ে চারটেয় খেলা শুরু হবে। বারো দলের লিগে তিন প্রধান ছাড়াও পাঠচক্র, এরিয়ান, টালিগঞ্জ অগ্রগামী, রেনবো ভাল দল তৈরি করেছে। অগস্টের শেষেই কলকাতা ডার্বি।

কলকাতা লিগের শুরুতে অবশ্য ইস্টবেঙ্গল বা মোহনবাগান তিন বিদেশিকে সম্ভবত খেলাতে পারবে না। লাল-হলুদে আল আমনা, কাশিম আইদারা এসে গেলেও এখনও পৌঁছননি কোস্টারিকার বিশ্ব কাপার জনি আকোস্তা। মোহনবাগানেরও একই অবস্থা। কিংগসলে আবুমেনেমে এবং হেনরি কিসেক্কা চলে এলেও আসেননি দিপান্দা ডিকা। এরই মধ্যে মহমেডান নিল নাইজিরিয়ান স্ট্রাইকার প্রিন্সউইল এমেকা ওলারিচেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football IFA East Bengal Mohun Bagan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE