Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নাইট গৌরবে উচ্ছ্বসিত শাহরুখ, ট্রফির আশায় সৌরভও

বুধবার ইডেনে এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারানোর পরে সেই শাহরুখ উচ্ছ্বসিত। বিদেশ থেকেই টুইট করে দীনেশ কার্তিকের দলকে অভিনন্দন জানালেন তিনি।

দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: ২৪ মে ২০১৮ ০৫:৪২
Share: Save:

মুম্বইয়ের কাছে গ্রুপ পর্বের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হারের পরে ইডেনের কর্পোরেট বক্স থেকে মাঠে আসেননি তিনি। সোজা হোটেলে ফিরে গিয়েছিলেন নাইটদের মালিকশাহরুখ খান।

বুধবার ইডেনে এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারানোর পরে সেই শাহরুখ উচ্ছ্বসিত। বিদেশ থেকেই টুইট করে দীনেশ কার্তিকের দলকে অভিনন্দন জানালেন তিনি। দু’সপ্তাহ আগে মুম্বইয়ের বিরুদ্ধে সেই ম্যাচে নাইটদের পারফরম্যান্সে লড়াইয়ের অভাব দেখেছিলেন শাহরুখ। তাই কলকাতার দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু এ দিন রাতে ইডেনে জয়ের পরে উচ্ছ্বসিত শাহরুখের ভিডিও বার্তা চলে এল নাইট শিবিরে। যেখানে শাহরুখ বলে দিলেন, ‘কেকেআরের দুর্দান্ত ছেলেদের সঙ্গে কথা বলতে পারছি না। কারণ এখনই শুটিং শুরু হয়ে যাবে। অন্তর থেকেই দলের সবাইকে ভালবাসা জানাচ্ছি। দারুণ গর্বিত এবং সুখী।’

আটচল্লিশ ঘণ্টা পরেই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচের কথা ভেবেই হয়তো শাহরুখ টুইট বার্তায় উল্লেখ করে দিয়েছেন, ‘কেকেআর হ্যায় তৈয়ার।’

দলের মালিকের মতোই এ দিন নাইটদের জয় দেখে উচ্ছ্বসিত তাদের প্রথম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচ শেষে তিনি কিন্তু সরাসরি বলেই দিলেন, ‘‘এই কেকেআর ফাইনালে যেতেই পারে। কারণ দলটা এ বার দারুণ খেলছে।’’ নাইটদের প্রথম অধিনায়ক সঙ্গে যোগ করেন, ‘‘সানরাইজার্স হায়দরাবাদও ভাল দল। কিন্তু মনে রাখবেন, এ বারের টুর্নামেন্টে কেকেআর ওদের দু’বারই পাঁচ উইকেটে হারিয়েছে। তা ছাড়া দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগে হায়দরাবাদ কিন্তু খেলতে নামবে টানা চার ম্যাচ হেরে। সেখানে কলকাতা শেষ চার ম্যাচ জিতে নামবে। ফলে কেকেআরের আত্মবিশ্বাসটাতুঙ্গে থাকবে।’’

টসে জিতে এ দিন শুরুতে কলকাতাকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথম আট ওভারেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন কলকাতার চার প্রথম সারির ব্যাটসম্যান। যাঁদের মধ্যে ছিলেন দুই ওপেনার ক্রিস লিন ও সুনীল নারাইন, রবিন উথাপ্পা ও নীতীশ রানা। স্কোরবোর্ডে তখন কেকেআরের রান ৫১। সেখান থেকে ২৫ রানে ম্যাচ জেতার রহস্য কী?

সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, ‘‘দুই ক্যারিবিয়ান বোলার আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন এবং কুলদীপ যাদবের করা চার ওভার। ১৩ থেকে ১৬ ওভারের মধ্যে এই তিন ওভারই ম্যাচ জিতিয়ে দিল কলকাতা। না হলে রাজস্থান ম্যাচটা জিতেও যেতে পারত। এই চার ওভারই ম্যাচের টার্নিং পয়েন্ট।’’

ম্যাচের শেষে সৌরভের হাত থেকেই ম্যাচ সেরার পুরস্কার নেন রাসেল। সৌরভ বলছেন, ‘‘হায়দরাবাদের বিরুদ্ধেও কেকেআরের তুরুপের তাসও রাসেল আর নারাইন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE