Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Team India news

‘শাস্ত্রী-কুম্বলেরা আসবে যাবে, দল থেকে যাবে’

বুধবার শ্রীলঙ্কা সফরের জন্য উড়ে গেলেন বিরাট কোহালিরা। সঙ্গে নতুন কোচ রবি শাস্ত্রী আর তাঁর পছন্দের সাপোর্ট স্টাফ। যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে নিজের মতামত জানিয়ে গেলেন কোহালির পছন্দের কোচ।

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে রবি শাস্ত্রী। ছবি: এএফপি।

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে রবি শাস্ত্রী। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৭ ১৮:০০
Share: Save:

অনেক জল্পনার পর সদ্য ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব পেয়েছেন। তার কয়েকদিনের মধ্যেই উড়ে যেতে হল শ্রীলঙ্কা সফরে। তুলনামূলকভাবে সহজ সিরিজ। কিন্তু এই শ্রীলঙ্কার কাছেই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল। তাঁদের ঘরের মাঠে তাঁরা কতটা মুখিয়ে থাকবে সেই জয়ের ধারা ধরে রাখতে সেটা সময়ই বলবে। কিন্তু শুরুটা সব সয়মই খুব গুরুত্বপূর্ণ। শুরুটা জয় দিয়ে হলে আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যায়। কিন্তু তিনি রবি শাস্ত্রী। ব্যাটের গতি মন্থর হলেও মাথার গতিতে তিনি বেশ পরিচিত। তাই হয়তো আগাম বলেই রাখালেন, ‘‘শাস্ত্রী, কুম্বলেরা আসবে যাবে, কিন্তু দল থেকে যাবে।’’

আরও খবর: ট্রেনে ‘ভুল’ করে বচসায় জড়ালেন সৌরভ

বুধবার শ্রীলঙ্কা সফরের জন্য উড়ে গেলেন বিরাট কোহালিরা। সঙ্গে নতুন কোচ রবি শাস্ত্রী আর তাঁর পছন্দের সাপোর্ট স্টাফ। যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে নিজের মতামত জানিয়ে গেলেন কোহালির পছন্দের কোচ। আর নিজের পছন্দের সাপোর্ট স্টাফদের হয়েও ব্যাট ধরলেন শাস্ত্রী। বিশেষ করে ভরত অরুণ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ওর একটা ট্র্যাক রেকর্ড রয়েছে কোচিংয়ের। গত ১৫ বছর ধরে ও কোচিংয়ের রয়েছে। ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ছিল। জুনিয়র বিশ্বকাপেও ছিল। ও ছেলেদের ভাল মতো চেনে।’’ এখানেই থামেননি রবি। আরও একধাপ এগিয়ে বলেন, ‘‘২০১৫ বিশ্বকাপে আমাদের বোলাররা ৮০র মধ্যে ৭৭টি উইকেট নিয়েছিল। ও যদি বড় নাম হত তা হলে সবাই ওকে মাথায় তুলে রাখত। আমি ওর মধ্যে কী কী ভাল আছে তা নিয়ে আর বলতে চাই না। সবাই সেটা দেখতেই পারবে।’’

তাঁর সঙ্গে যে ভারত অধিনায়কের সম্পর্ক খুবই ভাল সে নিয়ে আর জল্পনার কোনও জায়গা নেই। তা প্রমাণিত। আর উল্টোদিকে, অনিল কুম্বলের সঙ্গে বিরাটের সম্পর্ক ছিল একদম তলানিতে। ঘুরিয়ে সে কথাও তুলে এনেছেন শাস্ত্রী। তাঁর মতে, অধিনায়ক আর সাপোর্ট স্টাফদের মধ্যে ভাল যোগাযোগ থাকাটা গুরুত্বপূর্ণ। বলেন, ‘‘আমি এই প্রশ্নের উত্তর দু’ভাগে দেব। একজন প্লেয়ার ও প্রাক্তন অধিনায়ক হিসেবে। যখন তুমি খেলছ, তখন তোমার মাথা পরিষ্কার রাখতে হবে আর সাপোর্ট স্টাফদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।’’ ‘‘একজন অধিনায়ক হিসেবে, পুরো দলকে এই মানসিকতার মধ্যে নিয়ে আসতে হবে। যে এটা আমার কাজ ওটা অন্যদের কাজ।’’

তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৬ জুলাই থেকে গলে। চোটের জন্য মুরলী বিজয় ছিটকে যাওয়ায় দলে এসেছেন শিখর ধবন। বিরাট কোহালির ভারতকে খেলতে হবে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ান ডে ও টি২০। ৬ সেপ্টেম্বর শেষ হবে এই সিরিজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE